ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিরাট-আনুশকার দিনলিপি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
বিরাট-আনুশকার দিনলিপি গাছের চারা রোপণ করছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা (ছবি: সংগৃহীত)

একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়ে যান ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। মাঝে তাদের প্রেমের সম্পর্কের পাটও চুকে গিয়েছিলো। সবকিছু ভুলে আবার একে অপরের কাছে ফিরেছেন এই জুটি। এমনকি প্রেমের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন তারা।

কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে ঘুরে এসেছেন বিরাট ও আনুশকা। আর সেখান থেকে ফিরে এসে এবার বেড়াতে গেছেন শ্রীলঙ্কায়।

জানা গেছে, আলিয়া রিসোর্ট ও স্পাতে অবস্থান করছেন এই জুটি। আর সেখানেই দু’জনে একান্তে সময় কাটাচ্ছেন তারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শ্রীলঙ্কান ভক্তদের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন আনুশকা। এবার আরও কিছু স্থিরচিত্র ঘুরপাক খাচ্ছে অন্তর্জাল দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এই কপোত-কপোতি মিলে গাছের চারা রোপণ করছেন।  

ক’দিন আগে মুক্তি পেয়েছে আনুশকা শর্মা অভিনীত ‘জাব হ্যারি মেট সেজাল’। এতে তার সহশিল্পী বলিউড কিং শাহরুখ খান। তবে বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।