ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মনের দোসর যদি না হও তুমি…’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
‘মনের দোসর যদি না হও তুমি…’ (ভিডিও) লিমন, তনিমা হাদী ও আল আমিন

‘মনের দোসর যদি না হও তুমি/প্রাণের দোসর তবে হওগো আমার/জীবনের প্রতি বাঁকে এলে গো যদি/আমাতে জড়িয়ে যেতে এসো না আবার’— এমন কথার গানটি গেয়েছেন সৈয়দ আবদুল হাদীর কন্যা তনিমা হাদী। গানের জুটি লিমন-আলামিনের সঙ্গে যুক্ত হয়ে ‘মনের দোসর’ শিরোনামের গান-ভিডিও উপহার দিলেন তিনি। 

তনিমা হাদীর অভিষেক অ্যালবাম প্রকাশ হয় কিছুদিন আগে। আইয়ুব বাচ্চুর কথা-সুর-সংগীতে ‘এই কি জীবন’-এর গানগুলো তৈরি করা হয়েছিলো ২০০২ সালে।

এবার এই শিল্পী এসেছেন সদ্য তৈরি করা নতুন গান-ভিডিও নিয়ে। ঈদ উপলক্ষে প্রকাশ হলো তার সিঙ্গেল ‘মনের দোসর’।   

আল আমিনের লেখা ও সুরে ‘মনের দোসর’-এর সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন। ২০ আগস্ট ‘মনের দোসর’ উন্মুক্ত করা হয়েছে বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নতুন গান নিয়ে তনিমা বলেছেন, ‘এটি এ সময়ের গান, খুব যত্ন নিযে তৈরি করা হয়েছে। লিমন ও আলামিনের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আশা করছি আমার অ্যালবামের মতো নতুন গানটিও শ্রোতারা সাদরে গ্রহণ করবেন। গানটি তৈরিতে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। ’

শিল্পী তনিমা জানান, বাংলা ঢোলের উদ্যোগে তার নতুন গানটির ভিডিও তৈরি করেছেন শাহরিয়ার পলক। এতে মডেল হয়েছেন চিত্রনায়ক শিবলী নোমান ও সুস্মিতা সিনহা।  

* ‘মনের দোসর’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।