ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাজ্জাকের দাফন কবে কখন কোথায়?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
রাজ্জাকের দাফন কবে কখন কোথায়? ছবি: সংগৃহীত

রাজ্জাকের তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট। প্রথম ও তৃতীয় জন প্রতীষ্ঠা পেয়েছেন চলচ্চিত্রে। মেঝো ছেলে বাপ্পি অভিনয়ে জড়াননি। তিনি এখন কানাডাপ্রবাসী। তার ফেরার ওপর নির্ভর করছে কবে, কখন, কোথায় জানাযা ও দাফন করা হবে রাজ্জাকের মরদেহ।

সদ্যপ্রয়াত নায়করাজের পারিবারিক সূত্রে জানা গেছে, বাপ্পিকে খবর পাঠানো হয়েছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরার চেষ্টা করছেন।

তিনি যদি ফিরতে পারেন তাহলে ২৩ আগস্ট নায়করাজের মরদেহ দাফন হতে পারে। অন্যথায় ২২ আগস্ট বাপ্পির অনুপস্থিতিই শেষ বিদায় জানানো হবে এই কিংবদন্তি অভিনেতাকে। এ ব্যাপারে রাতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্রটি ।

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে ২১ আগস্ট সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৫ বছর বয়সী রাজ্জাক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

নায়করাজ রাজ্জাক আর নেই 
নায়করাজের মৃত্যু,  ফেসবুক যেন শোকবই 
‘রাজ্জাক ভাই ছিলেন দেশীয় চলচ্চিত্রের ইনস্টিটিউট’
নায়করাজের টানে হাসপাতালে আলমগীর-শাকিব-মৌসুমী
কী হয়েছিলো নায়করাজের?


বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।