ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইলিয়েনার তিক্ত অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
ইলিয়েনার তিক্ত অভিজ্ঞতা ইলিয়েনা ডি’ক্রুজ (ছবি: সংগৃহীত)

‘বাদশাহো’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত ইলিয়েনা ডি’ক্রুজ। এ কারণে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে। এর মধ্যে এক ভক্তের হাতে হেনস্থার শিকার হলেন ‘বরফি’খ্যাত এই তারকা।

তবে কে, কোথায় বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে এমন ব্যবহার করেছেন সে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে এতে বেশ ক্ষুব্ধ হয়ে ইলিয়েনা টুইটারে লিখেছেন, ‘খুব জঘন্য পৃথিবীতে বাস করছি আমরা।

আমি একজন তারকা। আর আমি জানি যে, আমার জীবনে ব্যক্তিগত ও লুকোছাপার মতো কিছু নেই। কিন্তু তাই বলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করার অধিকার কোনোও পুরুষের নেই। কেননা দিনের শেষে আমিও একজন নারী। ’

শুধু ইলিয়েনা নয়, কিছুদিন আগে একই ঘটনার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ও সারা ভাস্কর।

মিলান লুথরিয়া পরিচালিত ‘বাদশাহো’তে ইলিয়েনার সহশিল্পী হিসেবে রয়েছেন অজয় দেবগণ, ইমরান হাশমি ও বিদ্যুৎ জামালসহ প্রমুখ। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।