ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বন্যাদুর্গতদের ত্রাণ দিতে ভক্তদের অনুরোধ আমিরের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
বন্যাদুর্গতদের ত্রাণ দিতে ভক্তদের অনুরোধ আমিরের আমির খান (ছবি: সংগৃহীত)

বিহারের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ভক্তদের আহ্বান জানিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। সোমবার (২১ আগস্ট) আসন্ন ছবি ‘সিক্রেট সুপারস্টার’-এর একটি গানের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এ প্রসঙ্গে ‘পিকে’খ্যাত এই তারকা বলেছেন, ‘বন্ধুরা বিহারের কিছু অংশ বন্যায় মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকে ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছেন।

প্রাকৃতিক দুর্যোগে বন্যা কবলিত ভাইবোনরা আজ বড়ই অসহায়। বিহার সরকার যথা সাধ্য চেষ্টা করছেন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর। চলুন আমরা একসঙ্গে তাদের পাশে দাঁড়াই। বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে বিহারের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায়তা করি। ’

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’-এর কাজ নিয়ে ব্যস্ত আমির খান। এতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে। এছাড়া আরও রয়েছেন ক্যাটরিনা কাইফ ও নবাগত অীভনেত্রী ফাতেমা সানা শেখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।