ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখকন্যার বিশেষ বন্ধু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
শাহরুখকন্যার বিশেষ বন্ধু ছবি: সংগৃহীত

তারকা সন্তানদের তালিকায় প্রথমেই রয়েছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। তাইতো কখনও ফ্যাশন স্টেটমেন্ট, কখনও বা ভাই আবরামকে নিয়ে পোজ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জনপ্রিয়তার শীর্ষে থাকেন তিনি। এ কারণে এই তরুণীর ব্যক্তিজীবন নিয়ে আগ্রহী সকলেই। সুহানার বেস্ট ফ্রেন্ড কে? তার কি কোনও বিশেষ বন্ধু আছেন? এসব নিয়েও কৌতূহল রয়েছে তাদের মনে।

চমকপ্রদ তথ্য হলো- গত বেশ কিছুদিন ধরেই নাকি এক বিশেষ বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে শাহরুখকন্যাকে। তার নাম আহান পাণ্ডে।

এখানেই শেষ নয়, ল্যাকমে ফ্যাশন উইক-২০১৭’তে বন্ধু আহানকে নিয়ে হাজির হয়েছিলেন সুহানা। এরপর থেকেই শোনা যাচ্ছে, তাদের প্রেমের গুঞ্জন। তবে এ বিষয় নিয়ে এখনও মুখ খোলেননি কেউ।    

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।