ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়ায় জড়ানো আরাধ্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
ঐশ্বরিয়ায় জড়ানো আরাধ্য মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

পারিবারিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে একটু বেশিই পছন্দ করেন অভিষেক বচ্চন। সময় পেলেই মা, বাবা, বোন, ভাগ্নী, স্ত্রী, কন্যাসহ সবার ছবি পোস্ট করেন বলিউডের এই অভিনেতা।

সম্প্রতি ইনস্টাগ্রামে স্ত্রী ঐশ্বরিয়া রাই ও কন্যা আরাধ্যর একটি স্থিরচিত্র শেয়ার করেছেন জুনিয়র বচ্চন। যেখানে দেখা যাচ্ছে, একই ধরনের পোশাক পরেছেন অ্যাশ-আরাধ্য।

এর ক্যাপশনে অভিষেক লিখেছেন, ‘তারা দুজন’।

এ বছরের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে হাজির হওয়ার জন্য ক’দিন আগে মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন ঐশ্বরিয়া। এ আয়োজনে নারী হিসেবে প্রথমবার ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।  

সবশেষ করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ দেখা গেছে ঐশ্বরিয়াকে। সামনে ‘ফ্যানি খান’ নামের একটি ছবির কাজ শুরু করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।