ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নায়কদের কাঁধে করে নায়করাজের শেষযাত্রা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
নায়কদের কাঁধে করে নায়করাজের শেষযাত্রা ছবি: সংগৃহীত

নায়করাজ রাজ্জাক এখন ঘুমিয়ে আছেন বনানী কবরস্থানে। সন্তানতুল্য চিত্রনায়কেরা বাবা হারানোর শোকে কাতর। তেমনই এক নায়ক শাকিব খান। প্রিয় অভিনেতার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে কবরে নামানো পর্যন্ত কিংখান ছিলেন নায়করাজের পাশেই। 

অভিযোগ ছিলো, তারকা হওয়ার পর শাকিব খান তেমন কারো জানাযায় অংশ নেননি। ব্যতিক্রম ঘটলো রাজ্জাকের বেলায়।

এই নায়কের মৃত্যুতে কেঁদেছেন তিনি।  

বুধবার (২৩ আগস্ট) নায়করাজকে বহনকারী খাটিয়া কাঁধে নিয়েছেন শাকিব। তার সঙ্গে ছিলেন দেশীয় ছবির অন্য নায়কেরা। তারা হলেন রাজ্জাকের দুই পুত্র চিত্রনায়ক বাপ্পারাজ ও সম্রাট এবং জায়েদ খান। এ সময় সঙ্গে ছিলেন অভিনেতা উজ্জ্বল, ফেরদৌস, নায়করাজের মেঝ ছেলে বাপ্পিসহ আরও অনেকে। খাটিয়া বয়ে নিয়ে যাওয়ার স্থিরচিত্রগুলো ফেসবুকে এখন ভাইরালের পথে।

দাফন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে শাকিব বলেছেন, ‘নায়করাজ আমার বাবার মতো। সম্রাটের  কাছ থেকে তার মৃত্যুর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সুখে হোক, দুঃখে হোক তার কাছে গিয়েছি। তিনি স্নেহের আশ্রয় দিয়েছেন। সবসময় তাকে প্রেরণা করে সামনে এগিয়ে গেছি। আগামীতে যতো স্টার সুপারস্টার আসবে সবাই তার আদর্শে অনুপ্রাণিত হবে। ’

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।