ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শিল্পী জেফার, প্রকাশক স্টার সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
শিল্পী জেফার, প্রকাশক স্টার সিনেপ্লেক্স  জেফার রহমান (ছবি: সংগৃহীত)

হলিউড কিংবা ঢালিউডের  নতুন ছবি দেখিয়ে অগণিত দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহ বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স।  বিভিন্ন উৎসব আয়োজন করেও প্রশংসা পাচ্ছে তারা। এরই মধ্যে শুরু করেছে চলচ্চিত্র প্রযোজনাও। এবার নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের নামের পাশে।
 

এই প্রতিষ্ঠানের সহযোগিতায় ঈদ উপলক্ষে প্রকাশ হচ্ছে জেফার রহমান নামে নবাগত (ইউটিউবে কাভার সং গেয়ে জনপ্রিয়) এক গায়িকার একক অ্যালবাম, নাম ‘আনকেইজড’। ২৫ আগস্ট বসুন্ধরা সিটি শপিংমলের স্টার লাউঞ্জে এর প্রকাশনা অনুষ্ঠান হবে।

অ্যালবামের মূল প্রযোজনা প্রতিষ্ঠান জাদুঘর, সহযোগী হিসেবে থাকছে স্টার সিনেপ্লেক্স।

ইউটিউবে আলোচিত জেফার রহমান। বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে এবং চুলের বৈচিত্র্যের কারণে পরিচিতি পেয়েছেন তিনি। মাঝে মধ্যে নিজের গান প্রকাশ করলেও এবারই প্রথম অ্যালবাম করছেন। ‘আনকেইজড’-এ গান থাকছে নয়টি। এর মধ্যে জেফারের ‘জাজ’ও ‘সামবডি’ গান দুটি ইউটিউবে প্রকাশিত।

* জেফার রহমানের ‘জাজ’-এর ভিডিও:

বাংলাদেশ সময়:
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।