ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘রেস থ্রি’তে ভাইজানের সঙ্গে জ্যাকলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
‘রেস থ্রি’তে ভাইজানের সঙ্গে জ্যাকলিন জ্যাকলিন ফার্নান্দেজ ও সালমান খান (ছবি: সংগৃহীত)

বলিউডের অ্যাকশনধর্মী সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ‘রেস’ অন্যতম। শিগগিরই শুরু হবে এর তৃতীয় কিস্তির কাজ। ‘রেস থ্রি’তে প্রধান চরিত্রে অভিনয় করবেন সুপারস্টার সালমান খান। তার বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিলো জল্পনা।

শেষ পর্যন্ত ‘বজরঙ্গি ভাইজান’ তারকার নায়িকা চূড়ান্ত হওয়ার খবর বেরিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। ‘রেস থ্রি’তে তার সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধবেন জ্যাকলিন ফার্নান্দেজ।

এর আগে তাদের রসায়ন দেখা গেছে ‘কিক’ ছবিতে।

জ্যাকলিন এখন ব্যস্ত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তরুণ মনসুখানি পরিচালিত ‘ড্রাইভ’-এর কাজে। এর প্রযোজক করণ জোহর। এরপর সালমানের সঙ্গে ‘রেস থ্রি’র শুটিং শুরু করবেন শ্রীলঙ্কান এই সুন্দরী।

শোনা যাচ্ছে, ‘রেস’ সিরিজের আগের দুই ছবির নায়ক সাইফ আলি খানের পরিবর্তে তৃতীয় পর্বে দেখা যাবে সালমানকে। জ্যাকলিন অবশ্য কাজ করেছেন ‘রেস টু’ ছবিতেও।

এখন ‘অ্যা জেন্টালম্যান’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত জ্যাকুলিন। এতে তার সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রা। এদিকে বরুণ ধাওয়ানের সঙ্গে জ্যাকুলিনের ‘জড়ুয়া-টু’ ছবিটিও মুক্তির অপেক্ষায় আছে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।