ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুক্তির একদিন আগেই ফাঁস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
মুক্তির একদিন আগেই ফাঁস ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির পোস্টার

মুক্তির একদিন আগেই অনলাইনে ফাঁস হয়ে গেলো নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত ‘বাবুমশাই বন্দুকবাজ’। আগামী ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিলো ছবিটির।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মাত্র ক’দিন আগে ছবিটির ওপর আট বার কাঁচি চালিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। এরই মধ্যে অনলাইনে ফাঁস হয়ে গেলো ছবিটি।

শুধু ‘বাবুমশাই বন্দুকবাজ’ নয়, অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিটিও মুক্তির আগে অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিলো।

কুসান নান্দি পরিচালিত ‘বাবুমশাই বন্দুকবাজ’-এ নওয়াজুদ্দিন সিদ্দিকির বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং, বিদিতা বাগ, শ্রদ্ধা দাসসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।