ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বানভাসীদের ত্রাণ দিলেন অনন্ত জলিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
বানভাসীদের ত্রাণ দিলেন অনন্ত জলিল ত্রাণ দিচ্ছেন অনন্ত জলিল। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রায় আড়াইহাজার অসহায় বানভাসী মানুষকে ত্রাণ দিলেন এজেআই এন্ড এবি গ্রুপের চেয়ারম্যান এম এ জলিল অনন্ত।

বৃহ:স্পতিবার (২৪ আগস্ট) বিকেলে এজেআই ও এবি গ্রুপের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে চিলমারী উপজেলার থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, রমনা ইউনিয়ন পরিষদ ও চিলমারী ইউনিয়ন পরিষদ মাঠে নিজ হাতে ত্রাণ বিতরণ করেন এম এ জলিল অনন্ত।

এসময় অনন্ত জলিল বলেন, বন্যা কবলিত মানুষদের সহায়তা করতে এসেছি।

এটা কোনও দয়া নয়, এটা দুর্গত মানুষের অধিকার। তিনি সমাজের বিত্তবানদের সাধ্যমত বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন- চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা মুরাদ হাসান বেগ, গ্রুপের ইডি অব: লে: কর্নেল জুলফিকার আলী মজুমদার, জেনারেল ম্যানেজার অপারেশন অব: সাইদ, মুফতি ওসামা, এজিএম মমিনুল ইসলাম বাবু, থানাহাট ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক মিলন, রমনা ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার, চিলমারী ইউপি চেয়ারম্যান মো: গয়ছল হক মন্ডল প্রমুখ।

এর আগে দুপুর আড়াইটার দিকে অনন্ত জলিল হেলিকপ্টার যোগে চিলমারী হেলিপ্যাডে অবতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।