ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চাঁদনীর স্ট্যাটাস কি হুমকি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
চাঁদনীর স্ট্যাটাস কি হুমকি! চাঁদনী (ছবি: সংগৃহীত)

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী চাঁদনী। তবে এখন খুব একটা অভিনয় করতে দেখা যায় না তাকে। মাঝে মধ্যে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে নৃত্য পরিবেশন করে থাকেন তিনি।

ফেসবুকে চাঁদনীর দেওয়া স্ট্যাটাসব্যক্তিজীবনে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের স্ত্রী চাঁদনী। তবে বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না তাদের দাম্পত্য জীবন।

এ কারণে মাঝে কিছু গুঞ্জনও রটেছিলো তাদের নিয়ে। হয়তো খুব শিগগিরই সংসার জীবনের ইতি টানতে চলেছেন এই দম্পতি। এরই মধ্যে একটি রহস্যজনক স্ট্যাটাস দিলেন চাঁদনী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাঁদনী একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘আমি চলে যাচ্ছি… আর যাওয়ার আগে বলে যাবো কেনো? আমাকে ভুল বোঝানোর কিছুটা প্রমাণ দিয়ে যাবো… বলেই যাবো… আমাকে ভালোবাসা আর সন্তান দেওয়ার জন্য… দয়া করে আমাকে কেউ ফোন বা ম্যাসেজ দেবেন না, সময় এলেই সব বলবো। ’  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।