ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাত বছর পর একসঙ্গে তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
সাত বছর পর একসঙ্গে তারা অজয় দেবগণ ও কাজল (ছবি: সংগৃহীত)

বলিউডের জনপ্রিয় দম্পতি অজয় দেবগণ ও কাজল। তারা জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘গুন্ডারাজ’, ‘ইশক’, ‘পেয়ার তো হোনা হি থা’, ‘দিল কেয়া কারে’ ও ‘রাজু চাচা’র মতো ছবিতে। সবশেষ ২০১০ সালে ‘তুনপুর কা সুপারহিরো’ ছবিতে দেখা গেছে এই জুটিকে। এরপর আর বড় পর্দায় একফ্রেমে হাজির হননি দু'জনে।

চমকপ্রদ তথ্য হলো- সাত বছর পর আবার জুটিবদ্ধ হচ্ছেন অজয়-কাজল। শোনা যাচ্ছে, পরিচালক প্রদীপ সরকারের পরবর্তী ছবিতে দেখা যাবে তাদের।

ছবিটি প্রথমে পরিচালনার কথা ছিলো নির্মাতা রাজ সারথীর। কিন্তু সবকিছু ঠিক না থাকায় প্রদীপকে এ দায়িত্ব দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে অজয় জানান, ‘রাজ সারথীর সঙ্গে বনিবনা হচ্ছিলো না, এখন কাজল ও আমাকে নিয়ে ছবিটি নির্মাণ করবেন প্রদীপ সরকার। ’

এদিকে অজয় এখন 'বাদশাহো’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমরান হাশমি, ইলিয়েনা ডি’ক্রুজ, এশা গুপ্তা, বিদ্যুৎ জামাল প্রমুখ।

এছাড়া রোহিত শেঠি পরিচালিত ‘গোলমাল অ্যাগেইন’ ছবির দৃশ্যধারণ করছেন বলিউডের এই অভিনেতা। এটি মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।