ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২৬ বছর পর ভাইরাল সাইফ-অমৃতার বিয়ের ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
২৬ বছর পর ভাইরাল সাইফ-অমৃতার বিয়ের ছবি অমৃতা সিং ও সাইফ আলি খান (ছবি: সংগৃহীত)

২৬ বছর আগের কথা। ১৯৯১ সালের অক্টোবরে পাঞ্জাবি পরিবারের মেয়ে অমৃতা সিং বিয়ে করেছিলেন নিজের থেকে বয়সে ছোট অভিনেতা সাইফ আলি খানকে।

এতো বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে উঠেছে সাইফ-অমৃতার বিয়ের একটি স্থিরচিত্র। এতে দেখা যাচ্ছে, নবাবি সাজে ফ্রেমবন্দি হয়েছেন দু’জনে।

তবে ছবিটিতে অমৃতার নাকের নথ নিয়ে চলছে তামাশা! এই নথের কারণেই ছবিটি নিয়ে জোর আলোচনা।

সাইফ-অমৃতার বিয়ের স্থিরচিত্রটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অনেকেই লিখেছেন, ‘অমৃতার নথ আসলে হাতের বালা। ’ আবার কেউ লিখেছেন, ‘শনির (দেবতা) বলয়ের থেকেও বড় তার নথ। ’ কেউ কেউ আবার মজা করে বলেছেন, ‘তার ফ্রেন্ড সার্কেলও এতো বড় নয়’। কেউ আবার বলেছেন, ‘নথটি সাইফ আলির ক্যারিয়ারের থেকেও বড়। ’

সাইফ ও অমৃতা সংসার জীবনে দুই সন্তানের মুখ দেখেছেন। তারা হলো সারা আলি খান ও ইবরাহিম খান।

এদিকে, ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হচ্ছে সারার। এতে তার বিপরীতে থাকছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।