ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভালোবাসার বন্ধন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
ভালোবাসার বন্ধন ছবি: শহিদের ফেসবুক থেকে নেওয়া

একদিন পরেই অর্থাৎ আগামী ২৬ আগস্ট প্রথম জন্মদিনের কেক কাটবে শহিদ কাপুর ও মীরা রাজপুত দম্পতির মেয়ে মিশা কাপুর। মেয়ের জন্মদিন উপলক্ষে ক’দিন আগে লন্ডনে ঘুরতে গিয়েছেন শহিদ-মীরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়ে ও স্ত্রীকে নিয়ে লন্ডনে সময় কাটানোর একটি স্থিরচিত্র শেয়ার করেছেন শহিদ। এর ক্যাপশনে বলিউডের এই অভিনেতা লিখেছেন, ‘সেরা সময়।

মিশার জন্মদিনের পরিকল্পনা প্রসঙ্গে মীরা বলেছেন, ‘ছোটবেলায় কিংবা কৈশোরে যেভাবেই জন্মদিন কাটতো তা দারুণ ছিলো। ছোট পরিসরে আর আনন্দময়। মিশার জন্মদিন ওইরকম সাদাসিধে করতে চাই আমি ও শহিদ। ’

মীরা যোগ করে আরও বলেন, ‘আমরা বনভোজনে যেতে পারি। তখন পরিবারের সঙ্গে বেড়ানোটাও হয়ে যাবে। আমরা স্বল্প পরিসরে বনভোজন করবো। এখানে আমার বোনের সন্তানরা, শহিদ ও আমার বাবা-মা থাকবেন। সবাই মিলে এমন কিছু করবো যেন সবসময় মনে থাকে। আমার মতে, মিশার মতো এইটুকু বয়সের কোনো শিশুই জন্মদিনের পার্টি সম্পর্কে বোঝে না। এ কারণে ওদের কাছে এগুলো বোরিং লাগে। আমি ও শহিদ চাই না মিশার এমন কোনো অনুভূতি হোক। তাছাড়া আমি মনে করি, বনভোজন এমন একটি স্মৃতি হতে যাচ্ছে যা আমরা সবাই মিলে উপভোগ করতে যাচ্ছি। মিশার ভালো লাগবে নাকি একঘেয়ে মনে হবে তা ভাবছি না আমরা। ওর জন্মদিন সাদামাটাভাবেই উদযাপন করতে চাই। ’

এদিকে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির দৃশ্যধারণ করছেন শহিদ কাপুর। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।