ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্ত্রীর ছবি দেখে নাখোশ সঞ্জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
স্ত্রীর ছবি দেখে নাখোশ সঞ্জয় সঞ্জয় দত্ত ও মান্যতা (ছবি: সংগৃহীত)

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সুইমস্যুট পরা বেশ কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছিলেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা। শোনা যাচ্ছে, এ কারণে স্ত্রীর ওপর রেগেছেন বলিউডের এই অভিনেতা। এখানেই শেষ নয়, ইনস্টাগ্রাম থেকে ছবিগুলো মুছে ফেলার জন্যও নাকি বলা হয়েছে মান্যতাকে।

এ প্রসঙ্গে সঞ্জয়ের ঘনিষ্ঠ এক বন্ধু জানান, মিডিয়া ও নির্মাতাদের নজরে আসার জন্য এমন খোলামেলা ছবি শেয়ার করে থাকেন সঞ্জয়পত্নী। বলিউডে কাজ করার আগ্রহ আছে তার।

তবে সঞ্জয় চান না তার পরিবারের কোনো নারী বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হোক। বহুদিন আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘অভিনয় করতে চায় ত্রিশালা (মেয়ে) আর আমি ভাঙতে চাই তার পা। ’  

এদিকে ওমাঙ কুমার পরিচালিত ‘ভূমি’ ছবির প্রচারণা চালাচ্ছেন সঞ্জয় দত্ত। এতে তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।