ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে নবীন-প্রবীণের ‘উইন্ড অব চেইঞ্জ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
ঈদে নবীন-প্রবীণের ‘উইন্ড অব চেইঞ্জ’ ‘উইন্ড অব চেঞ্জ: সিজন ২’-এর ৫ শিল্পী

নবীন ও প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে আসছে ঈদুল আযহায় প্রচার হবে আন্তর্জাতিক মানের সংগীত অনুষ্ঠান ‘উইন্ড অব চেইঞ্জ: সিজন ২’। বরাবরের মতো এই আয়োজনে এবারও থাকছেন কয়েকজন ভিনদেশি যন্ত্রশিল্পী। 

এবারের শিল্পী তালিকায় আছেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সুবীর নন্দী,  বারী সিদ্দিকী, জানে আলম, অদিতি মহসিন, চিশতী বাউল, বাপ্পা মজুমদার, কৌশিক হোসেন তাপস, পথিক নবী,  বেলাল খান, হৃদয় খান, লুইপা, শামীম হাসান ও চিরকুট ব্যান্ড। ঈদের দিন থেকে শুরু করে ৩ দিনব্যাপী রাত ৯ টায় গানবাংলা টেলিভিশনের পর্দায় প্রচার হবে ‘উইন্ড অব চেঞ্জ: সিজন ২’।

 

ভিনদেশি যন্ত্রীরা হলেন— যুক্তরাষ্ট্রের চেলোবাদক আট ইউম মেনিকিয়ান, লাটভিয়ার পিয়ানোশিল্পী এনা ভাইভ, যুক্তরাষ্ট্রের ড্রামার টনি পার্কার, রাশিয়ার অপেরাশিল্পী এনা এমিলিয়া নোভা, এডেলিনা, ভায়োলিন বাদক এনা রাকিতা, ড্রামার নেলিবুভুজাংকা, বেজ গিটারিস্ট আন্তন ডেভিডিয়ান্স, ভারতের অ্যাকুয়েস্টিক গীটারিস্ট সঞ্জয় দাস, বেইজ গিটারিস্ট মোহিনী দে, ইলেকট্রিক গিটারে রিদম শ’, সেতারে পূর্বায়ন চ্যাটার্জি, সন্তুরে সন্দীপ চট্টোপাধ্যায়, এস্রাজে আরশাদ খান এবং মেন্ডোলিনে রাজেস উপ্পালাপু।  

‘উইন্ড অব চেইঞ্জ: সিজন ২’-এর সংগীত পরিচালক ও অনুষ্ঠান পরিচালক হিসেবে নেতৃত্ব দিয়েছেন গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক  হোসেন তাপস।

অনুষ্ঠান সম্পর্কে তিনি বললেন, ‘প্রি সিজবের পর আমরা আয়োজন করেছি “সিজন ১’ ও ‘সিজন ২’। এরই মধ্যে ঈদুল ফিতরে ‘সিজন-১’ প্রচারের পর ব্যাপক সাড়া  পেয়েছি। বিশ্বের বিখ্যাত মিউজিশিয়ানদের অংশগ্রহণে বাংলা গানগুলোকে আন্তর্জাতিক প্লাটফর্মে সম্মানজনক উচ্চতায় তুলে ধরার যে লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, আমার মনে হয় সেই লক্ষ্য পূরণের পথে আমরা অনেক দূর এগিয়েছি। বিশ্বের বিভিন্ন খ্যাতিমান মিউজিশিয়ান এখন ‘উইন্ড অব চেইঞ্জ’-এ বাজানোর আগ্রহ দেখাচ্ছেন, এটি আমাদের বড় অর্জন। ”

‘উইন্ড অব চেঞ্জ: সিজন ২’এই আয়োজনের শিল্প নির্দেশক ফারজানা মুন্নী বলেন, “এখন ‘উইন্ড অব চেইঞ্জ’ নিয়েও বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়েছে। কোটি কোটি দর্শক ‘উইন্ড অব চেঞ্জ’ দেখছেন, তাদের ভাললাগার অনুভূতি জানাচ্ছেন। বিশ্বের সেরা যন্ত্রশিল্পীরা এসে এখানে বাজাচ্ছেন। আমরা এটাই চেয়েছিলাম। অনুষ্ঠানটি হৃদয়গ্রাহী করে তুলতে আমি আমার সর্বোচ্চ শিল্পভাবনা এখানে প্রয়োগ করার চেষ্টা করেছি। ”

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।