ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আগেভাগেই ঈদী পেলেন সালমান-ক্যাটের ভক্তরা (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
আগেভাগেই ঈদী পেলেন সালমান-ক্যাটের ভক্তরা (ভিডিও) সালমান খান ও ক্যাটরিনা কাইফ (ছবি: সংগৃহীত)

ঈদুল আযহার বাকি আরও ছয় দিন। এর আগেই ভক্তদের ঈদী দিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার’ ছবির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শেষ ভাগের দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান-ক্যাটরিনা। বড়দিনে মুক্তি দেওয়া হবে ছবিটি।

এরই মধ্যে একটি ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপনের দৃশ্যধারণ করেছেন এই জুটি। আর তার মধ্যেমেই ভক্তদের অগ্রিম ঈদী দিয়েছেন সালমান-ক্যাট।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ওই বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেছেন সালমান খান। যেখানে দেখা যাচ্ছে, বারান্দায় দাঁড়িয়ে ক্যাটরিনার দিকে কাগজের তৈরি একটি প্লেন ছুড়ে দেন তিনি। যাতে লেখা রয়েছে ঈদ মোবারক। আর এর মধ্য ভক্তদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সালমান-ক্যাট।

সালমান খানের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিও:

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।