ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাড়ে তিন মিনিটের গান, পুরোটাতেই বৃষ্টি (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
সাড়ে তিন মিনিটের গান, পুরোটাতেই বৃষ্টি (ভিডিও) গানের দৃশ্যে শাকিব খান ও বুবলী

মশলাদার চলচ্চিত্রের গানে নায়ক-নায়িকারা বৃষ্টিতে ভেজে, নাচে, রোমান্স করে। এক সময় এটি ছিলো সাধারণ চিত্র। এখন এই প্রবণতা কমেছে। 

তবে, সদ্য প্রকাশিত একটি ছবির গানে আবার বৃষ্টির দেখা পাওয়া গেলো। গানটিতে ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী।

মজার তথ্য হলো, এটি এমনই এক গান যে, প্রায় সাড়ে তিন মিনিট ব্যাপ্তির পুরোটা জুড়ে আছে বৃষ্টি, শাকিব-বুবলীর রোমান্স।  

ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘রংবাজ’ ছবির ‘রিমঝিম’ গানটি ২৭ আগস্ট ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে। গানটির গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক-গায়িকা সবাই কলকাতার। ক’দিন আগে প্রকাশিত একই ছবির একই জুটির ‘ঘুম আমার’ গানটির নেপথ্যেও দেখা গেছে ভিনদেশিদের প্রাধান্য।

আবদুল মান্নান পরিচালিত ‘রংবাজ’ ছবিটি প্রযোজনা করেছে রুপরঙ ফিল্মস। এতে শাকিব খান ও বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, লিয়ানা লিয়া, অমিত হাসান, নূতন, শিবা শানুসহ অনেকেই।  

* ‘রিমঝিম’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অাগস্ট ২৮, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।