ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভিলেন যেখানে হিরো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
ভিলেন যেখানে হিরো ‘বিশেষ চরিত্র ভিলেন’ নাটকে তারিক আনাম খান, নওশাবা ও ইমন

এক সময় থিয়েটার ছিলো খলিল উদ্দিনের (তারিক আনাম খান) ধ্যানজ্ঞান। এখন তিনি শিক্ষক। ঘটনাচক্রে তার সঙ্গে পরিচয় হয় চিত্রনির্মাতা সেলিম বাহারের (সুমন পাটওয়ারী)। কিছুদিন পর খলিল মাস্টারকে ফোন দিয়ে একটি ছবির অতিথি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন সেলিম। গডফাদারের চরিত্রটিতে রূপদান করতে রাজি হন খলিল। 

সেলিমের ‘বিদ্রোহী মনসুর’ ছবির নায়ক চরিত্রটি করছেন জিমি খান (ইমন)। এই নায়কের বিরুদ্ধে অভিযোগ— তিনি বেশ স্বেচ্ছাচারী, ইচ্ছেমতো কাজ করেন, দৃশ্য বাদ দেন, কাউকে তোয়াক্কা করেন না।

খলিল মাস্টার ভিলেনের পোশাক পরে অপেক্ষা করছেন, কখন তার ডাক পড়বে। এক সময় দেখা যায়, হিরোকে একটি চিরকুট লিখে শুটিংস্পট ত্যাগ করেন খলিল। কী এমন লেখা ছিলো সেই চিরকুটে, যে কারণে খলিলকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে জিমি? 

নিজের লেখা এমন গল্প নিয়ে নাটক তৈরি করেছেন মনজুরুল আলম। এটি তার দ্বিতীয় পরিচালনা। নাম দিয়েছেন ‘বিশেষ চরিত্র ভিলেন’। এর চিত্রনাট্য লিখেছেন সেরনিয়াবাত শাওন। নাটকটিতে অভিনয় করেছেন ইমন, নওশাবা, তারিক আনাম খান, সুমন পাটওয়ারী, ডন, শেলি আহসান প্রমুখ। ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।