ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিয়াম-মারিয়ার ‘দাম্পত্য’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
সিয়াম-মারিয়ার ‘দাম্পত্য’ ‘দাম্পত্য’ নাটকের দৃশ্য

সিয়াম টিভিপর্দার জনপ্রিয় অভিনেতা। অন্যদিকে মারিয়া নূর দ্যুতি ছড়িয়েছেন উপস্থাপনায়। এবার এই দু’জন অভিনয় করলেন একই নাটকে। আর এটি পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। 

‘দাম্পত্য’ শিরোনামের নাটকটির গল্পে দেখা যাবে, প্রেম করে বিয়ে করে শাহেদ-তানিয়া। পৃথক চাকরি নিয়ে তিন বছরের মতো সুখে শান্তিতেই ছিলো ওরা।

এক সময় শাহেদের মনে হয় প্রচুর পরিশ্রম করা সত্বেও তার প্রমোশন হচ্ছে না, তানিয়ার হচ্ছে।  তাহলে কি তানিয়ার দ্রুত উন্নতির পেছনে বসের অতিরিক্ত অানুকূল্য রয়েছে? এমন সন্দেহ হতে থাকে শাহেদের।

এক পর্যায়ে তারা ঠিক করে দু’জন নিজেদের দ্বায়িত্ব পাল্টাপাল্টি করে করবে। অর্থাৎ সংসারের দ্বায়িত্ব নেবে শাহেদ, বাইরেরটা তানিয়ার। এর মধ্যে বাসায় এসে হাজির হন তানিয়ার শ্বাশুড়ি।  এবার শুরু হয় বউ-শ্বাশুড়ির দ্বন্দ্ব।

‘দাম্পত্য’ সাত পর্বের ধারাবাহিক। ‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’ সিরিজের এই নাটকটি আরটিভিতে দেখা যাবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ১০টায়।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।