ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বন্যার্তদের পাশে শাকিব খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
বন্যার্তদের পাশে শাকিব খান শাকিব খান, ছবি: সংগৃহীত

টেলিভিশন অনুষ্ঠানে খুব একটা হাজির হননা চিত্রনায়ক শাকিব খান। ঈদুল আযহা উপলক্ষে এবার পাওয়া যাবে একাধিক অনুষ্ঠানে। এ নিয়ে ভিন্ন পরিকল্পনাও করেছেন এই নায়ক। অনুষ্ঠানগুলো থেকে পাওয়া সম্মানির পুরো অর্থই তিনি বন্যার্তদের সাহায্যার্থে দেবেন।

ঈদে মুক্তি পাচ্ছে ‘সুপারস্টার’ এই নায়কের দুই ছবি ‘রংবাজ’ ও ‘অহংকার’। এগুলোর প্রচারণার অংশ হিসেবে কয়েকটি টিভি অনুষ্ঠানের অতিথি হয়েছেন তিনি।

এসব আয়োজন থেকে প্রাপ্ত সম্মানীর সঙ্গে নিজের পকেট থেকেও দেবেন আরও কিছু। সবমিলিয়ে বন্যার্তদের সাহায্যার্থে নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকার করেছেন শাকিব।  

‘ঈদ উইথ মুভি স্টার’ নামের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শাকিব বলেছেন, ‘এবারের ঈদে বিভিন্ন আড্ডার অনুষ্ঠান থেকে সম্মানী যা-ই পেয়েছি সেগুলোর সঙ্গে আরও কিছু টাকা যোগ করে বন্যার্তদের সাহায্যার্থে দিতে চাই। তাই ছোটপর্দার জন্য কাজ করার সময় মনে হয়েছে একটি নৈতিক দায়িত্ব পালন করছি। ’

শাকিবের স্পষ্ট যুক্তি, ‘দেশের অনেক এলাকার মানুষ আমার নতুন ছবি দেখতে পারবেন না। তারা হয়তো জীবন নিয়েই সংকটে আছেন। সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো আমার গুরুদায়িত্ব। ’

‘ঈদ উইথ মুভি স্টার’-এ খালি গলায় নিজের ছবির গানের অংশ বিশেষ গেয়ে শুনিয়েছেন শাকিব। ক্যারিয়ারের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেছেন তিনি। নওশীনের সঞ্চালনায় এটি প্রযোজনা করেছেন সুদীপ্ত সরকার। এশিয়ান টিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচার হবে ‘ঈদ উইথ মুভি স্টার’।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।