ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চীনের পর এবার হংকং মাতাচ্ছে আমিরের ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
চীনের পর এবার হংকং মাতাচ্ছে আমিরের ‘দঙ্গল’ ‘দঙ্গল’ ছবির দৃশ্য

চীনের পর এবার হংকংয়ের বক্স অফিস মাতাচ্ছে আমির খান অভিনীত ‘দঙ্গল’। সম্প্রতি হংকংয়ে মুক্তি দেওয়া হয়েছে ছবিটি। যেখানে প্রথম সপ্তাহে ৪ কোটি ৪৮ লাখ রুপি আয় করে ফেলেছে ছবিটি।

বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, হংকংয়ে ৪ কোটি ৪৮ লাখ রুপি আয় করলো ‘দঙ্গল’। মহাবীর ফোগাতের জীবনী নিয়ে নির্মিত এই ছবিটি আমাদের সকলের জন্য বিশেষ।

আশা করছি এভাবেই সকলের মন জয় করে যাবে ছবিটি।

গত ২৩ ডিসেম্বর মুক্তি পায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’। এতে আমির খানের বিপরীতে অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।