ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শতাব্দী-আশা জুটির প্রথম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
শতাব্দী-আশা জুটির প্রথম ‘পাশাপাশি’ নাটকের দৃশ্যে আজমেরী আশা ও শতাব্দী ওয়াদুদ

মারামারির মূহুর্তে একজন শ্রমিককে খুনের হাত থেকে বাঁচায় বেকার তরুণ রাশেদ। এলাকায় রাতারাতি আলোচিত হয়ে ওঠে তার নাম। তরুনেরা ড়িড় জমায় রাশেদের বাড়িতে, তারা এক হয়ে কাজ করতে চায়। 

এদিকে রাশেদের উত্থানের খবর জানতে পারে এলাকার রিয়েলএস্টেট ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা জুম্মন। জুম্মন রাশেদকে তার দলে যোগ দেওয়ার আহ্বান জানালে রাশেদ প্রত্যাখ্যান করে।

এর মধ্যে রাশেদের চাকরি হয়। তারই উদ্যোগে এলাকায় একটি লাইব্রেরি গড়ে ওঠে।  

কিছুদিন পর মা-বাবার চাপে পড়ে তাদের পছন্দের পাত্রী সাহানাকে বিয়েও করে রাশেদ। কিন্তু সে জানতোনা সাহানাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে এবং তার প্রেমিক রয়েছে।  রাশেদ ভাবছে, সাহানাকে প্রেমিকের কাছে ফিরিয়ে দেবে কি-না…

এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘পাশাপাশি’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ ও মডেল-অভিনেত্রী আজমেরী আশা।  

শিব্বির আহমেদ মান্নার পরিচালনায় নাটকটিতে আরও আছেন সোলায়মান খোকা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।  

নাটকটি নিয়ে শতাব্দী ওয়াদুদ বলেন, 'মান্না পরিচালক হিসেবে নবীন তবে চিত্রনাট্যের মাঝে গভীরতা অামাকে কাজটি করতে উৎসাহিত করেছে। ’

আশা বলেন, ‘শতাব্দী দা'র সাথে অামার এটি দ্বিতীয় কাজ, তবে জুটি হিসেবে প্রথম। দাদা অামাকে অভিনয়ের ব্যাপারে অনেক সাহায্য করেছেন। ’  

পরিচালকের প্রথম নাটক 'হারুন মিয়ার খোয়াব' চাড়ুনীড়ম কাহিনিচিত্র উৎসবে নির্বাচিত হয়েছিলো ও প্রশংসিত হয়েছিলো। এটি তার দ্বিতীয় প্রয়াস। দেশটিভিতে ঈদের চতুর্থদিন সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘পাশাপাশি’।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।