ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিশেষ ক্লাইম্যাক্সে ১০ হাজার রাউন্ড গুলি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
বিশেষ ক্লাইম্যাক্সে ১০ হাজার রাউন্ড গুলি! ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিলো সালমান খান অভিনীত ‘টিউবলাইট’। বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি। এখন আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’-এর কাজ করছেন সালমান। এতে তার সহশিল্পী ক্যাটরিনা কাইফ।

অস্ট্রিয়ায় দৃশ্যধারণ শেষে আপাতত আবুধাবিতে চলছে ছবির শেষ ভাগের শুটিং। যেখানে শুটিংয়ের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছেন সবাই।

সম্প্রতি আবুধাবির সুন্দর লোকেশন থেকে একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন আলি আব্বাস জাফর।  

ভিডিওর পাশাপাশি একটি স্থিরচিত্র শেয়ার করেছেন পরিচালক। যেখানে দেখা যাচ্ছে, সারিবদ্ধভাবে সাজানো রাইফেল ও বন্দুক। এরপর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১০ হাজার রাউন্ড গুলি চালানোর প্রস্তুতি শুরু’।

‘এক থা টাইগার’-এর মতোই অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ‘টাইগার জিন্দা হ্যায়’। তাই ছবির মূল আকর্ষণ ক্লাইম্যাক্সের জন্যই নাকি জমানো হয়েছে বিপুল সংখ্যক রাইফেল ও বন্দুক।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।