ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এ কেমন সেলফি?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এ কেমন সেলফি? ‘ডিভোর্স’ নাটকের দৃশ্যে আফরান নিশো ও মিথিলা

বারান্দার রেলিংয়ে দুই পা তুলে বসেছেন আফরান নিশো, তার পায়ের ওপর আরাম করে বসেছেন মিথিলা, সেখানে বসে থেকেই মিথিলা কিছু একটা খাইয়ে দিচ্ছন নিশোকে আর নিশো তুলছেন সেলফি— 

এই দৃশ্যটি ‘ডিভোর্স’ নামের একটি নাটকের। এর ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘অ্যা স্টোরি অ্যাবাউট ম্যারেজ’।

এটি তৈরি করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।  

নাটকের গল্পে দেখা যাবে, উদীয়মান বিজ্ঞাপন নির্মাতা মাফি ভালোবেসে তরীকে বিয়ে করে। তরীর ইচ্ছে অভিনয় করার। কিন্তু সংসারের কারণে সেটি হয়ে ওঠে না। বিয়ের দু’ বছর পার হয়ে যায়। আগ্রহের জায়গা থেকে তরী একটু একটু করে অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়ে।  

এদিকে মাফির অফিসে সারাদিন তরুণী মডেলদের ভিড়, এমনকি রাতেও তারা ফোন করতে থাকে। এ নিয়ে শুরু হয় দু’জনের মধ্যে টানাপড়েন। তরীর সন্দেহ চরম পর্যায়ে যেতে থাকে অগ্নিলা নামের একটি মেয়ের কারণে। এক পর্যায়ে ওরা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে মাফির চিকিৎসক বন্ধু এই দম্পতির সমস্যা নিরসনে এগিয়ে আসে। সে ঠিক করে দেয় বিয়ের আগে দু’জন দু’জনার সাথে যেভাবে আচরণ করতো, কথা বলতো, সময় দিতো সেভাবেই কিছুদিন চালাতে হবে। শেষ পর্যন্ত এই প্রক্রিয়া সার্থক হবে নাকি দু’জনের ডিভোর্স হবে, এটি জানতে হলে অপেক্ষা করতে হবে ঈদের সপ্তদিন রাত ১০টা পর্যন্ত। ‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’ সিরিজে এদিন আরটিভিতে প্রচার হবে ‘ডিভোর্স’।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।