ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের রিল ও রিয়েল লাইফের দুই লেডি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
শাহরুখের রিল ও রিয়েল লাইফের দুই লেডি কাজল ও গৌরী খান (ছবি: সংগৃহীত)

কিছুদিন আগে মুম্বাইয়ের জুহুতে নিজের প্রথম ইন্টেরিয়ার ডিজাইনের স্টোর উদ্বোধন করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। এরই মধ্যে গৌরীর স্টোর ঘুরে গেছেন, করণ জোহর, ফারাহ খান, কারিশমা কাপুর, শ্রীদেবী মালাইকা অরোরার মতো তারকা।

তালিকায় আরও ছিলেন বলিউড অভিনেত্রী কাজল। আর সেই মূহুর্তের কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কাজল।

যেখানে দেখা যাচ্ছে, শাহরুখের জীবনের রিল লাইফ লেডি সেলফি তুলছেন। ভাইরাল হয়ে গেছে সেই স্থিরচিত্র।

সবশেষ রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান ও কাজলকে। তবে বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি ছবিটি। এ ছাড়া ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘মাই নেম ইজ খান’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো ব্লকবাস্টার ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন শাহরুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।