ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আমি এমন একটি নাম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
‘আমি এমন একটি নাম’ রিয়াদ হাসান (ছবি: সংগৃহীত)

‘আমি এমন একটি নাম/যে স্বপ্ন হয়নি কারো/ ইচ্ছে হলে দুঃখ নামে/ আমায় ডাকতে পারো’— এমন কথায় ‘অভিমান’ শিরোনামে গান বেঁধেছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী রিয়াদ হাসান। সম্প্রতি এটি ব্যবহার করা হয়েছে একটি নাটকে।

রিয়াদের শুরুটা ২০১১ সালে ‘এয়ারটেল প্রেজেন্টস রেডিও মিউজিক্যাল ভালোবাসি তোমাকে’ নামের একটি মিশ্র অ্যালবামের মাধ্যমে। এরপর ২০১৪ সালে বের হয় তার একক ‘যদি ভাবো’।

রিয়াদের দ্বিতীয় একক ‘মিনিপ্যাক’ আসবে অচিরেই।  

চট্টগ্রামের সন্তান রিয়াদ কাজ করছেন আঞ্চলিক গান নিয়েও। আঞ্চলিক ভাষায় তার লেখা সুর করা ‘সাতকানিয়া-ফটিকছড়ি’,  ‘জিইসির’,  ‘ডিজিট্যাল ফুয়া’ গানগুলো ইউটিউবে সাড়া ফেলেছে। এর পাশাপাশি রিয়াদ গিটার বাদক হিসেবেও সুপরিচিত।  

সম্প্রতি প্রকাশিত রিয়াদের ‘অভিমান’ গানটির কথা লিখেছেন পুলক অনীল, সুর করেছেন রিয়াদ হাসান, সংগীত পরিচালনা করেছেন মীর মাসুম।  

* রিয়াদ হাসানের গাওয়া ‘অভিমান’: 

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।