ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউডে আরেকটি পুনর্মিলন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
বলিউডে আরেকটি পুনর্মিলন ইনস্টাগ্রামে করণের শেয়ার করা ছবি

এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলিউড অভিনেত্রী কাজল ও প্রযোজক করণ জোহর। কিন্তু এ বছরের শুরুতেই সে বন্ধুত্বে ফাটল ধরে। প্রিয় বন্ধুর ওপর রাগ করে প্রকাশ্যেই করণ বলেছিলেন, ‘এ সম্পর্ক আর কোনোদিন জোড়া লাগবে না।’ কিন্তু রাগ কমতেই আবার ঘোষণা দিলেন কাজলের সঙ্গে ‘লাইফটাইম বন্ড’-এর কথা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কাজল ও শাহরুখ খানের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত প্রযোজক করণ। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাইফটাইম বন্ড (আজীবনের বন্ধন)।

ঝামেলার সূত্রপাত, অজয় দেবগণ অভিনীত ‘শিবায়’ ছবিকে কেন্দ্র করে। যা বক্স অফিসে মুখোমুখি হয় করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সঙ্গে। ছবি মুক্তির আগেই অজয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছিলেন, টাকা দিয়ে নিজের ছবির পক্ষে এবং ‘শিবায়’-এর বিপক্ষে প্রচার করাচ্ছেন করণ। এ জন্য ব্যবহার করছেন কামাল আর খানের মতো সমালোচককে। স্বামী ও ২৫ বছরের সবচেয়ে ভালো বন্ধুর মধ্যে স্বামীর পক্ষই বেছে নিয়েছিলেন কাজল। ফল যা হওয়ার তাই হয়েছিলো। ভেঙে যায় কাজল-করণের বহু বছরের সম্পর্ক।

কিছুদিন আগে ‘বাদশাহো’র প্রচারে আসা অজয় দেবগণকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, ব্যক্তিগত বিষয়ের দোহাই দিয়ে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি। তবে করণের এই স্থিরচিত্র শেয়ার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিলো। শাহরুখ-সালমানের পর বলিউডের আরও এক নজরকাড়া বন্ধুজুটির পুনর্মিলন ঘটলো।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।