ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাড়ির সঙ্গে লেদার বেল্ট!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
শাড়ির সঙ্গে লেদার বেল্ট! শিল্পা শেঠি (ছবি: সংগৃহীত)

আসছে দুর্গা পূজা। আর পূজাতে সব বাঙালি মেয়েই ঐতিহ্যবাহী সাজে সেজে উঠতে চায়। তাই পছন্দের তালিকায় প্রথমেই উঠে আসে শাড়ি। তবে শাড়ি কিনলেই তো হবে না, ঠিক করে ফেলতে হবে কোন স্টাইলে পরবে সেই শাড়ি। কারণ শাড়ি একমাত্র পোশাক যা আপনি পরে ফেলতে পারেন অনেকরকমভাবে।

আটপৌরে কিংবা সামনে আঁচল দিয়ে শাড়ি আমরা প্রায়ই পরে থাকি। শাড়ির সঙ্গে চাদর বা ওড়নাও নিয়ে থাকি অনেকসময়।

কিন্তু শাড়ির সঙ্গে কেউ কি কখনও লেদারের বেল্ট পরেছেন? সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটালেন শিল্পা শেঠি।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেনারসি লেহেঙ্গা পরা একটি স্থিরচিত্র শেয়ার করেছিলেন শিল্পা। এবার তাকে দেখা গেলো একটি নীল রঙা শিফনের শাড়িতে। বেশ ভালোই লাগছে বলিউডের এই অভিনেত্রীকে। কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়েছে ‘ধাড়কান’খ্যাত এই তারকাকে। কেননা শাড়ির সঙ্গে তিনি কোমরবন্ধনী হিসাবে পরেছেন লেদারের বেল্ট।

শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাকে ওয়েস্টার্ন টাচ আনার একটা প্রচেষ্টা করেছিলেন অভিনেত্রী। কিন্তু হিতে বিপরীতই হলো। তার ছবিতেই অনেকে তার পোশাককে ডিজাস্টার বলে মন্তব্য করেছেন। অনেকেই বললেন ফ্যাশনিয়েস্তা শিল্পা কী করে এধরনের এক্সপেরিমেন্ট করলেন!

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।