ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হয়ে গেলো ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ প্রদান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
হয়ে গেলো ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ প্রদান আলী যাকেরের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক

২০০৫ সাল থেকে প্রতি বছর শহীদ আলতাফ মাহমুদের মৃত্যু বার্ষিকীতে ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’-এর আয়োজন করে থাকে ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’। প্রতি বছর একজন বা দুজন গুণীজনকে সম্মাননা জানানো হয় এই সম্মাননা। এ বছর পদক পেয়েছেন নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের এবং লেখক, প্রকাশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।

বুধবার (৩০ আগস্ট) জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অন্যতম সংগঠক শহীদ কন্যা শাওন মাহমুদ।

একুশের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরস্রষ্ঠা শহীদ আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২০০৫ সালে গঠিত হয় ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’। এ পর্যন্ত দেশের ১৭ জন গুণীজনকে পদক প্রদানের মাধ্যমে সম্মাননা জানিয়েছে শহীদ আলতাফ মাহমুদের পরিবারের সদস্য এবং ক্রাক প্লাটুনের গেরিলা মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে পরিচালিত এই ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।