ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে ‘তারার দেশে’ কুমার বিশ্বজিৎ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
ঈদে ‘তারার দেশে’ কুমার বিশ্বজিৎ (ভিডিও) কুমার বিশ্বজিৎ

প্রথমবারের মতো ইপি অ্যালবাম প্রকাশ করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ঈদুল ফিতরে বেরিয়েছিলো ‘তিলোত্তমা’ নামের সেই অ্যালবাম। এবার ঈদুল আযহা উপলক্ষে এলো সেই অ্যালবামের ‘তারার দেশে’ গানটির ভিডিও। এটি প্রকাশ করেছে বাংলা ঢোল।

শহীদুল্লাহ ফরায়জীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বিশ্বজিৎ নিজেই। ভিডিওটি তৈরি করেছেন প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক।

এতে মডেল হয়েছেন চিত্রনায়ক সুমিত ও সায়রা। ভিডিওতে থাকছেন শিল্পী নিজেও। ৩১ আগস্ট ‘তারার দেশ’ উন্মুক্ত করা হয়েছে বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ভিডিওটি উপভোগ করা যাচ্ছে বাংলাফ্লিক্স ও রবিস্ক্রিনে।

সায়রা ও সুমিত‘তারার দেশ’ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বাংলানিউজকে বলেন, ‘সহজ, সুন্দর ও সাবলীল কথা-সুরের গান এটি। এর সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে নান্দনিক ভিডিওটি। সময় বদলে গেছে, গান এখন শোনার পাশাপাশি এর সঙ্গে প্রাসঙ্গিক গল্প দেখতেও পছন্দ করেন দর্শক। আশা করছি, এই গানটি ঈদ আনন্দে ভক্তদের সঙ্গী হবে। ’

‘তারার দেশে’র পাশাপাশি ঈদের আগে-পরে আরও গান-ভিডিও প্রকাশ পাবে কুমার বিশ্বজিতের। জানালেন, এবার ঈদ উপলক্ষে কোনো টিভি অনুষ্ঠানে যোগ দেননি, কোনো কনসার্টেও গাইছেন না।

কুমার বিশ্বজিতের ‘তারার দেশে’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।