ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদ আয়োজন

শোবিজে কে কার কি হন?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
শোবিজে কে কার কি হন? বিপাশা হায়াত, সামিনা চৌধুরী, রিয়াজ, মৌসুমী, মিথিলা ও হৃদয় খান- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শোবিজ অঙ্গনে নামের শেষে ‘খান’, ‘আহমেদ’, ‘চৌধুরী’, ‘রহমান’, ‘আইচ’, ‘আনাম’ কিংবা ‘হায়াত’ দেখে একের সঙ্গে অন্যের সম্পর্ক নির্ণয় করা হয়। এই হিসেবটি অনেক সময় সঠিক হয় না।

তবে একটি বিষয় প্রতিষ্ঠিত যে, নাটক-চলচ্চিত্র-সংগীতের অনেকের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে, রয়েছে পারিবারিক যোগসূত্র, আত্মীয়তা। আবার এমন কিছু সম্পর্ক আছে, যা এখন আর টিকে নেই।

শোবিজে এক শিল্পীর সঙ্গে আরেকজনের কি সম্পর্ক, তা জেনে নিন এই রচনায়—

সদ্যপ্রয়াত নায়করাজ রাজ্জাকের তিন পূত্র ও দুই কন্যার মধ্যে অভিনয়ে নাম লিখিয়েছেন মাত্র দু’জন। তারা হলেন বাপ্পারাজ ও সম্রাট। তাদের রাজলক্ষ্মী নামের প্রডাকশন হাউস থেকে অনেক ছবি মুক্তি পেয়েছে।

প্রখ্যাত লেখক-নির্মাতা হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। লেখকের প্রাক্তন স্ত্রী গুলতেকিনের সন্তান শিলা আহমেদ এক সময় অভিনয় করতেন। এখন নাটক তৈরি করছেন হুমায়ুনের পূত্র নুহাশ হুমায়ুন। শিলার স্বামী কলামিস্ট আসিফ নজরুল। আসিফের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রোকেয়া প্রাচী।

গুণী অভিনেতা গোলাম মুস্তাফার কন্যা অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা হুমায়ূন ফরীদিকে। দীর্ঘবছর সংসার করার পর বিচ্ছেদ হয় তাদের। ফরীদি পরপারে চলে গেলেও সুবর্ণা নতুন করে ঘর বেঁধেছেন নির্মাতা বদরুল আনাম সৌদের সঙ্গে।

‘মহানায়ক’ খ্যাত বুলবুল আহমেদের স্ত্রী নৃত্যশিল্পী ও অভিনেত্রী ডেইজি আহমেদ। তাদের কন্যা অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। ডেইজির বড় বোন অভিনেত্রী লায়লা হাসান। লায়লার স্বামী বিশিষ্ট অভিনেতা হাসান ইমাম।

অভিনেতা আবুল হায়াতের দুই কন্যা অভিনেত্রী বিপাশা হায়াত ও নাতাশা হায়াত। বিপাশা বিয়ে করেন অভিনেতা তৌকীর আহমেদকে। নাতাশার স্বামী শাহেদ শরীফ খান।

প্রযোজক কলিম উদ্দিন আহমেদের পুত্র অভিনেতা আলমগীর। তারই কন্যা আঁখি আলমগীর। আলমগীরের দ্বিতীয় স্ত্রী সংগীতশিল্পী রুনা লায়লা। রুনার মেয়ে কণ্ঠশিল্পী তানি লায়লা।

অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা তিন বোন। তিনজনই খ্যাতি পেয়েছেন। তাদের চাচাতো ভাই অভিনেতা রিয়াজ। রিয়াজের সহধর্মিণী মডেল তিনা।

প্রখ্যাত নির্মাতা-লেখক জহির রায়হানের প্রথম স্ত্রী অভিনেত্রী সুমিতা দেবী। তাদের দুই পুত্র নাট্যনির্মাতা বিপুল রায়হান ও অনল রায়হান। জহির রায়হানের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী সুচন্দা। তাদের পুত্র নির্মাতা তপু রায়হান। জহির রায়হানের ভাই লেখক শহীদুল্লাহ কায়সার, লেখক শাহরিয়ার কবির ও পরিচালক জাকারিয়া হাবিব। শহীদুল্লাহ কায়সারের কন্যা অভিনেত্রী শমী কায়সার ও পুত্র সংগীতশিল্পী স্বাধীন কায়সার।

অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের স্বামী নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তাদের কন্যা অভিনেত্রী ত্রপা মজুমদার। ত্রপার স্বামী বিজ্ঞাপন নির্মাতা আপন আহসান। ফেরদৌসীর ভাই অধ্যাপক কবির চৌধুরী, প্রাবন্ধিক মুনীর চৌধুরী। মুনীর চৌধুরীর পুত্র সাংবাদিক মিশুক মনির।

সংগীতশিল্পী মাহমুদুন্নবীর কন্যা গায়িকা ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও পুত্র গায়ক পঞ্চম। সামিনার প্রাক্তন স্বামী গায়ক নকীব খান, বর্তমান স্বামী ইজাজ খান স্বপন।

পরিচালক খান আতাউর রহমানের কন্যা গায়িকা রুমানা ইসলাম, পুত্র গায়ক-অভিনেতা আগুন। খান আতার স্ত্রী নীলুফার ইয়াসমিন। এই গায়িকার অন্য বোনেরাও সুপ্রতিষ্ঠিত গায়িকা। তারা হলেন ফরিদা ইয়াসমিন, ফৌজিয়া খান ও সাবিনা ইয়াসমিন। সাবিনার প্রাক্তন স্বামী গায়ক কবীর সুমন,  কন্যা কণ্ঠশিল্পী বাঁধন।

পরিচালক দিলীপ বিশ্বাসের পুত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস। দেবাশীষের প্রাক্তন স্ত্রী মডেল তানিয়া হোসাইন, তার খালু সংগীত পরিচালক সত্য সাহা। সত্য সাহার পুত্র সংগীত পরিচালক ইমন সাহা। তাদের মামা পরিচালক শিল্পী চক্রবর্তী।

অভিনেতা সোহেল রানার ভাই অভিনেতা রুবেল। সোহেল রানার ছেলে অভিনেতা-নির্মাতা মাশরুর পারভেজ (ইউল রাইয়ান)। সোহেল রানার বোনের কন্যা অভিনেত্রী তানিয়া আহমেদ। তানিয়ার স্বামী গায়ক এস আই টুটুল।

গায়ক রফিকুল আলমের স্ত্রী আবিদা সুলতানা। আবিদার বোন গায়িকা রেবেকা সুলতানা। রেবেকার কন্যা গায়িকা পুষ্পিতা আবিদা। আরেক বোন গায়িকা সালমা আলীর প্রাক্তন স্বামী সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। তাদের কন্যা গায়িকা আলিফ আলাউদ্দিন। আলীর বর্তমান স্ত্রী অভিনেত্রী শম্পা রেজা। আলীর ভ্রাতুষ্পূত্র সংগীত পরিচালক আলী আকরাম শুভ ও বোনের পূত্র সুরকার আলী আকবর রুপু। এদিকে আবিদা সুলতানার ভাই সংগীত পরিচালক শওকত আলী ইমন। ইমনের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। বিজরীর বর্তমান স্বামী অভিনেতা ইন্তেখাব দিনার। বিজরীর মা নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ।

গায়ক তাহসান খানের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী মিথিলা। মিথিলার বোনের স্বামী বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা। অমিতাভের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী জেনী। জেনী এখন টিভি অনুষ্ঠান নির্মাতা তানভীর খানের স্ত্রী।

পরিচালক আমজাদ হোসেনের পূত্র নাট্যনির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান। সোহেল আরমানের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী তারিন। অভিনেতা সুব্রত বড়ুয়ার স্ত্রী অভিনেত্রী দোয়েল। তাদের কন্যা অভিনেত্রী দিঘী।

অভিনেতা ফেরদৌসের ভাই অভিনেতা তৌফিক আহমেদ। গায়ক ফেরদৌস ওয়াহিদের পুত্র গায়ক হাবিব ওয়াহিদ। হাবিবের কাজিন সংগীতশিল্পী শায়ান।

গায়ক তপন চৌধুরীর ভাই চিত্রশিল্পী স্বপন চৌধুরীর পুত্র গায়ক-সংগীত পরিচালক অর্ণব এবং কন্যা উপস্থাপিকা অদিতি সেনগুপ্ত। অর্ণবের প্রাক্তন স্ত্রী গায়িকা শাহানা বাজপেয়ী।

লোক সংগীতশিল্পী মনোয়ারা বেগমের কন্যা গায়িকা ডলি সায়ন্তনী, গায়িকা পলি সায়ন্তনী ও পুত্র গায়ক বাদশাহ বুলবুল। ডলি সায়ন্তনীর প্রাক্তন স্বামী গায়ক রবি চৌধুরী, আরেক প্রাক্তন স্বামী গীতিকার আহমেদ রিজভী।

অভিনেত্রী শর্মিলী আহমেদের বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি। জলির স্বামী অভিনেতা রহমত আলী। শর্মিলী আহমেদের ননদের ছেলের শালা অভিনেতা সাজু খাদেম। সাজু খাদেমের শ্বশুড় অভিনেতা ইনামুল হক ও শ্বাশুড়ি অভিনেত্রী লাকী ইনাম। উনার স্ত্রীর বোন অভিনেত্রী হৃদি হক। হৃদি হকের স্বামী অভিনেতা লিটু আনাম।

নাট্য নির্মাতা অরুণ চৌধুরীর স্ত্রী নির্মাতা চয়নিকা চৌধুরী। চয়নিকার বোন অভিনেত্রী তমালিকা কর্মকার।

নাট্যব্যক্তিত্ব ম হামিদের স্ত্রী অভিনেত্রী ফাল্গুনি হামিদ। তাদের কন্যা অভিনেত্রী তনিমা হামিদ। তনিমার স্বামী সংবাদ পাঠক শামসুদ্দিন হায়দার ডালিম।

অভিনেত্রী-মডেল শ্রাবস্তী দত্ত তিন্নির প্রাক্তন স্বামী অভিনেতা আদনান ফারুক হিল্লোল। হিল্লোলের বর্তমান স্ত্রী অভিনেত্রী নওশীন।

গায়ক সাদী মহম্মদের ভাই নৃত্য শিল্পী শিবলী মহম্মদ। জাদুকর জুয়েল আইচের ভাই গীতিকার মানিক আইচ। তার স্ত্রীর ভাইয়ের স্ত্রী বিউটিশিয়ান কানিজ আলমাস খান।

যাত্রাশিল্পী অমলেন্দু বিশ্বাসের স্ত্রী যাত্রা শিল্পী জ্যোৎস্না বিশ্বাস। তাদের কন্যা অভিনেত্রী অরুণা বিশ্বাস। অরুণার ভাইয়ের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী মৌসুমী নাগ। মৌসুমীর বর্তমান স্বামী অভিনেতা শোয়েব।

বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের স্বামী গীতিকার কমল দাসগুপ্ত। তাদের পুত্র ব্যান্ড তারকা মানাম আহমেদ, হামিন আহমেদ, শাফিন আহমেদ। হামিন আহমেদের বর্তমান স্ত্রী গায়িকা কানিজ সুবর্ণা।

সুরকার-সংগীত পরিচালক রিপন খানের দুই ছেলে কণ্ঠশিল্পী হৃদয় খান ও প্রত্যয় খান। হৃদয় ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী সুজানাকে। তাদের বিচ্ছেদ হয়ে গেছে।

গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা গায়িকা দিঠি আনোয়ার। গাজীর বোনের পুত্র অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

গায়িকা আলম আরা মিনুর স্বামী সুরকার সেলিম আশরাফ। সেলিমের ভাই পরিচালক আজাদ খান।

পপসম্রাট আজম খানের ভাই সংগীত ব্যক্তিত্ব আলম খান। আলম খানের দুই পূত্র সংগীত পরিচালক আরমান খান ও রিদমিস্ট আদনান খান।

সংগীতজ্ঞ বারীণ মজুমদারের পূত্র বাপ্পা মজুমদার। বাপ্পার স্ত্রী অভিনেত্রী চাঁদনী।

গায়ক খালিদ হাসান মিলুর দুই পুত্র গায়ক প্রতীক হাসান ও প্রীতম হাসান।

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তার স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ভালোবেসে বিয়ে করেছিলেন মৌসুমী ও ওমর সানী। মৌসুমীর বোন ইরিন জামান হলেন গায়িকা ও নায়িকা।

পরিচালক কাজী হায়াতের পুত্র অভিনেতা কাজী মারুফ।

অভিনেত্রী আনোয়ারার কন্যা অভিনেত্রী মুক্তি।

প্রয়াত অভিনেতা জাফর ইকবালের ভাই সংগীত পরিচালক আনোয়ার পারভেজ ও বোন গায়িকা শাহনাজ রহমতুল্লাহ।

পরিচালক আজিজুর রহমান বুলির প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অঞ্জনা। তার ভাই অভিনেতা মাহমুদ কলি।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।