ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদ আয়োজন

ঈদ যেখানে ধূসর আর প্রাণহীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
ঈদ যেখানে ধূসর আর প্রাণহীন রাজ্জাক ও আবদুল জব্বার

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি— সবার জীবনে এমনটি ঘটেনা। এমন অনেক পরিবার রয়েছে যেখানে ঈদের ছোঁয়া লাগেনা। পরিবারের কোনো সদস্যের শুন্যতা নিয়ে ঈদ কাটানো কতোটা বিষাদের ভূক্তভোগী মাত্রই জানেন। ঈদের ঠিক আগে আগে প্রিয় মানুষের চলে যাওয়ার বিষয়টি একটু বেশিই ট্রাজিক।

দেশীয় চলচ্চিত্র ও সংগীতের দুই কিংবদন্তি নায়করাজ রাজ্জাক ও আবদুল জব্বার আনন্দ-বেদনার জীবন ফেলে চলে গেছেন অচিন দেশে। ২১ ও ৩০ আগস্ট তাদের চিরবিদায়ের দিন।

ঈদের কয়েকদিন আগে এই দুই কর্তাব্যক্তির মৃত্যুতে শোকের সাগরে ভাসছে তাদের পরিবার। ২ সেপ্টেম্বর নিয়ম করে এসেছে ঈদুল আযহা। কিন্তু এই দুই শিল্পীর পরিবারের সদস্যদের মনে নেই আনন্দ, নেই ঈদ উদযাপনের আয়োজন।

প্রয়াত রাজ্জাকের ছেলে অভিনেতা সম্রাট বাংলানিউজকে জানান, ঈদের আনুষ্ঠানিকতা মেনে কোরবানি দেওয়া হয়েছে নায়করাজের বাড়ি গুলশানের লক্ষ্ণী কুঞ্জে। পুরুষেরা ঈদের নামাজ সেরেছেন, বনানীতে রাজ্জাকের কবর জিয়ারত করেছেন।

সম্রাট বাংলানিউজকে বলেন, ‘আব্বাকে ছাড়া প্রথমবার ঈদ করছি। এটি আমাদের জন্য খুব কষ্টের। সবার ভালোবাসায় আমরা একটি আদর্শ পরিবারের মর্যাদা পেয়েছি। আব্বার আদর্শ নিয়ে বাকিটা জীবন কাটাতে চাই। সবাই আমার আমার আব্বার জন্য দোয়া করবেন। ’

এদিকে আবদুল জব্বারের ভুতের গলির বাসায় ঈদের আমেজ নেই। আনুষ্ঠানিতা বলতে, যতোটুক পালন না করলেই নয়। আবদুল জব্বারের ছেলে বাবু জব্বার জানান, পরিবারের সদস্যরা গুণী এই সংগীতশিল্পীর কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন। দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকার কারণে ও ঈদের তিনদিন আগে মৃত্যুতে এই উৎসবের কোনো প্রস্তুতিই নেওয়া হয়নি মুক্তিযোদ্ধা গায়ক জব্বারের পরিবারে। ফলে ধুসর আর প্রাণহীন এক ঈদের স্মৃতি জড়ো করছেন তারা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।