ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করলেন পরী মনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করলেন পরী মনি ছবি: সংগৃহীত

গত বছর থেকে এফডিসিতে কোরবানি দিচ্ছেন পরী মণি। এবারও তার ব্যতিক্রম নয়। তবে চমকপ্রদ ব্যাপার হলো- এবার একটি নয়, দুটি গরু কোরবানি দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় এফডিসিতে দুটি গরু কোরবানি দিয়েছেন পরী মণি। এমনিতে এফডিসিভিত্তিক চলচ্চিত্র সংশ্লিষ্ট কম সামর্থ্যবান মানুষদের জন্য কেউ কোরবানি দেন না।

এমনকি চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকেও তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না। তবে সামর্থ্য যতোদিন থাকবে, ততোদিন প্রতিবছরই এফডিসিতে কোরবানি দিতে চান পরী মণি।

এ প্রসঙ্গে পরী মনি জানান, ‘আমার পরিচয় যদি চলচ্চিত্রকর্মী হয়ে থাকে, তাহলে তো এটাও আমার পরিবার, আর আমার সামর্থ্য থাকতে আমার পরিবারের কেউ না খেয়ে থাকতে পারে না, তাও আবার ঈদের মতো দিনে। আল্লাহ আমাকে যতোদিন সামর্থ্য দেবেন, আমি এই পরিবারের জন্য এফডিসিতে কোরবানি দেবো। ’

মাংস নিতে এসে সহশিল্পী ফারুক আহম্মেদ বলেন, ‘গত দশ বছর ধরে কোরবানি দিতে পারি না, সামর্থ্য নাই, আমরা কারও কাছে হাত পাততে পারি না। সবাই জানে আমি অভিনয় করি, গত বছর পরী মণির দেওয়া কোরবানির মাংস খেয়েছি। গত মাস থেকেই চিন্তা করছিলাম এ বছর কে কোরবানি দেবে? এবার বোধ হয় আর মাংস খাওয়া হলো না, গত পরশু একটা নিউজে দেখলাম পরী এবার দুইটা গরু কোরবানি দিচ্ছে আমাদের জন্য। আল্লাহ তার ভালো করুক। ’

শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন পরী মণি। কোনো ছবি মুক্তি পাওয়ার আগেই ২৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। এই ঈদে মুক্তি পেয়েছে পরীর অভিনীত ছবি ‘সোনাবন্ধু’।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।