ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সহশিল্পীর হাতে ২৪ বার চড় খেতে হলো রণবীরকে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
সহশিল্পীর হাতে ২৪ বার চড় খেতে হলো রণবীরকে! রাজা মুরাদ ও রণবীর সিং (ছবি: সংগৃহীত)

একটু দুরন্ত স্বভাবের ছেলে রণবীর সিং। তাই বলে এভাবে পরপর চড় খেয়ে যেতে হবে? তাও আবার একজন সিনিয়র অভিনেতার হাতে! একবার ভুলবশত হয়ে গেলে তবুও মানা যায়। কিন্তু ২৪ বার চড়!

স্বভাবে চঞ্চল হলেও নিজের কাজ নিয়ে বরাবরই সিরিয়াস রণবীর। পরিচালক যেভাবে নির্দেশ দেন, ঠিক তেমনটাই করেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।

আর পরিচালক যদি সঞ্জয়লীলা বনশালি হন তাহলে তো রণবীর একেবারে বাধ্য ছেলে। তাই বাধ্য ছেলের মতোই ‘পদ্মাবতী’র দৃশ্যধারণের সময় একের পর এক চড় খেয়ে গেলেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ‘পদ্মাবতী’ ছবির একটি দৃশ্যে রণবীরকে চড় মারার কথা ছিলো অভিনেতা রাজা মুরাদের। ক্যামেরার সামনে তা করেনও বর্ষীয়ান এই অভিনেতা। কিন্তু পরিচালক সঞ্জয়লীলা বনশালির কিছুতেই শট পছন্দ হচ্ছিলো না। তাই রাজা মুরাদ চড় মারতে থাকেন, আর রণবীর চড় খেতেই থাকেন। শেষে ২৪ বার অভিনেতার চড় খাওয়ার পর পরিচালক সন্তুষ্ট হন। আর নায়ক রেহাই পান।

‘পদ্মাবতী’তে রণবীর সিংয়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।