ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যাটরিনার জন্যই কি ভেঙেছে হৃতিক-কঙ্গনার প্রেম?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
ক্যাটরিনার জন্যই কি ভেঙেছে হৃতিক-কঙ্গনার প্রেম? কঙ্গনা রণৌত, হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ (ছবি: সংগৃহীত)

গত বছর এক সংবাদ সম্মেলনে হৃতিক রোশনকে ‘সিলি এক্স’ অর্থাৎ ‘হীনমন্য প্রেমিক’ বলে সম্বোধন করেছিলেন কঙ্গনা রণৌত। বেরিয়ে এসেছিলো একের পর এক চাঞ্চল্যকর সত্যি। এ নিয়ে জলঘোলা হয়েছিলো ব্যাপক। এমনকি একে অপরকে আইনি নোটিস পাঠিয়েছিলেন তারা। প্রকাশ হয়েছিলো তাদের গোপনীয় মেইল। বিষয়টি নিয়ে মাঝে কিছুদিন চুপ থাকলেও আবার মুখ খুলতে শুরু করেছেন কঙ্গনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃতিকের সঙ্গে প্রেম নিয়ে আবার নানা রকম মন্তব্য করেছেন কঙ্গনা। যেখানে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য ক্যাটরিনা কাইফকে দায়ী করেছেন কঙ্গনা।

ওই সাক্ষাৎকারে কঙ্গনা জানান, ‘২০০৪ সালের ফেব্রুয়ারিতে আমাদের সম্পর্কের ভাঙন শুরু হয়। সে সময় মানালিতে একটি ছবির দৃশ্যধারণ করতে গিয়েছিলেন হৃতিক। আর সেখানেই সহশিল্পীর সঙ্গে প্রেম করে বেড়াচ্ছিলেন তিনি। যা আমার কানে আসে। তার আগে ভ্যালেন্টাইন’স ডে ছিলো। কিন্তু ও আমাকে কোন ফোন দেয়নি। এমন একটি বিশেষ দিনে কেনো আমাকে ফোন দিলেন না এর কারণ জানতে চাইলে তিনি বলেন কেনো ফোন করবো? তখন আমি বলেছিলাম ভ্যালেন্টাইন’স ডে ছিলো তাই। ও আমাকে পাল্টা প্রশ্ন করে কেনো আমি তোমাকে ফোন দিবো? উত্তরে আমি জানাই, কারণ আমরা আর কিছুদিন পর বিয়ে করবো। তখন ও আমাকে বললো বিয়ের কথা ভুলে যাও। ’

তবে চমকপ্রদ তথ্য হলো- ২০০৪ সালে মানালিতে ‘ব্যাং ব্যাং’ ছবির দৃশ্যধারণ করছিলেন হৃতিক রোশন। এতে তার বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ। তাই কঙ্গনার কথাতে বোঝাই গেলো সহশিল্পী ক্যাটের দিকেই আঙ্গুল তুলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।