ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যে কারণে হয়েছিলো জন-বিপাশার বিচ্ছেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
যে কারণে হয়েছিলো জন-বিপাশার বিচ্ছেদ জন আব্রাহাম ও বিপাশা বসু (ছবি: সংগৃহীত)

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিসম’ ছবির সেটে জন আব্রাহাম ও বিপাশা বসুর বন্ধুত্ব হয়। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের প্রেমের সম্পর্কেও ফাটল ধরে। বিচ্ছেদ হয় তাদের।

বর্তমানে প্রিয়া রাঞ্চালের সঙ্গে ঘর বেঁধেছেন জন, অন্যদিকে করন সিং গ্রোভারের সঙ্গে সুখেই কাটছে বিপাশার সংসার। কিন্তু জন-বিপাশার ব্রেকআপ হয়েছিলো কেনো?   

এ প্রসঙ্গে জনের একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘জন আব্রাহাম তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে প্রস্তুত ছিলেন না।

দশ বছর কম সময় না। অন্যান্য জুটিরা অনেক আগেই ঘর সংসার শুরু করেছিলেন, কিন্তু তারা ক্যারিয়ারে মনোযোগ দিয়ে অর্থ উপার্জন করতে চেয়েছিলেন। কিন্তু শেষ দুই বছর তাদের সম্পর্কের ব্যাপারে জনের মনোভাব দেখে বিপাশা হতাশ হয়ে পড়েন। জন তাকে অধিনস্ত ভাবতে শুরু করেছিলেন, যা বিপাশাকে খুব দুঃখ দিয়েছিলো। ’

ওই সূত্র আরও জানান, ‘জন ব্রেকআপ করতে চায় কিনা এ ব্যাপারে খোলাখুলি মন্তব্য করার পূর্ণ অধিকার দিয়েছিলেন বিপাশা। তখন জন বিচ্ছেদের ব্যাপারে তার সিদ্ধান্ত জানান। ’

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।