ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক সময় তারাই নায়ক-নায়িকাদের পেছনে নাচতেন

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
এক সময় তারাই নায়ক-নায়িকাদের পেছনে নাচতেন দিয়া মির্জা, আরসাদ ওয়ারসি, শহিদ কাপুর ও ডেইজি শাহ (ছবি: সংগৃহীত)

নায়ক-নায়িকাদের গানের সঙ্গে পর্দায় নাচে অংশ নেন অনেকেই। তাদেরকেও হতে হয় ভালো নাচিয়ে। তাদেরও লক্ষ্য থাকে একদিন সামনের সারিতে আসবে, তাদের পেছনে নাচবে অন্যরা। কিন্তু ক’জনের সেই লক্ষ্য পূরণ হয়? বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকাই আছেন যারা তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে। আজ তারা সফল—

সুশান্ত সিং রাজপুত
২০১৩ সালে ‘কাই পো চে’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হয় সুশান্ত সিং রাজপুতের। এরপর দেখা গেছে ‘সুদ্ধ দেশি রোমান্স’, ‘পিকে’ ও ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’র মতো ছবিতে।

কিন্তু ভারতের ক্রিকেটার এস.এস ধোনীর জীবনী নিয়ে নির্মিত ‘এম.এস ধোনী: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তা পান সুশান্ত। তবে, বলিউড অভিনেতা হওয়ার আগে একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিলেন ৩১ বছর বয়সী এই তারকা। নৃত্যপরিচালক সাইমাক দাভার ড্যান্সিং ট্রুপে ছিলেন সুশান্ত। বলিউডের হার্টথ্রব হৃতিক রোশনের ‘ধুম মাচালে’ গানেও ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে নেচেছিলেন সুশান্ত।  

শহিদ কাপুর
‘দিল তো পাগল হ্যায়’ ও ‘তাল’ছবিতে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে নেচেছিলেন ‘উড়তা পাঞ্জাব’ খ্যাত তারকা শহিদ কাপুর। এ ছাড়া আরিয়ানের গাওয়া ‘আঁখো ম্যায়’ গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেন ৩৬ বছর বয়সী এই অভিনেতা। শহিদ ছিলেন নৃত্যপরিচালক সাইমাক দাভার ড্যান্সিং ট্রুপের সদস্য। আজ তার পেছনে নৃত্য করে শত শত তরুণ-তরুণী।

দিয়া মির্জা
‘রেহনা হ্যায় তেরে দিল ম্যায়’ র পর দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন দিয়া মির্জা। আরও কিছু ছবিতে নজর কেড়েছেন এই অভিনেত্রী। তবে ১৯৯৯ সালে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে আত্মপ্রকাশ তার।

ডেইজি শাহ
সালমান খান অভিনীত ‘তেরে নাম’ ছবির একটি গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন ডেইজি শাহ। চমকপ্রদ তথ্য হলো, একই অভিনেতার সঙ্গে ‘জয় হো’ ছবিতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন ডেইজি।

রেমো ডি’সুজা
বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম তিনি। নৃত্যপরিচালক রেমো ডি’সুজা হিসেবেই পরিচিতি। শুধু নৃত্যশিল্পী নন, পাশাপাশি তিনি সফল পরিচালক। পরিচালনা করেছেন ‘এবিসিডি’, ‘এবিসিডি টু’, ‘ফালতু’, ‘অ্যা ফ্লাইং জেট’-এর মতো ব্যবসা সফল ছবি। কিন্তু এতো জনপ্রিয়তার আগে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিলেন রেমো।

ফারাহ খান
একই গল্প ফারাহ খানেরও। ‘জো জিতা ওহি সিকান্দার’ ছবির ‘পেহলা নাশা’ গানের মাধ্যমে নৃত্যপরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ফারাহ খান। তবে এর আগে একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিলেন তিনি। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সদা সোহাগান’ ছবিতে ‘হাম হ্যায় নওজাওয়ান’ গানে বলিউড অভিনেতা গোবিন্দর সঙ্গে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে নেচেছেন ৫২ বছর বয়সী ফারাহ। শুধু নৃত্যপরিচালক নন, পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করেছেন ফারাহ। পরিচালনা করেছেন ‘ওম শান্তি ওম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘কাল হো না হো’র মতো ছবি।

আরসাদ ওয়ারসি
সার্কিট নামে বলিউড ইন্ডাস্ট্রিতে বেশি পরিচিত আরসাদ ওয়ারসি। সঞ্জয় দত্তের সঙ্গে ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে অভিনয় করে এই জনপ্রিয়তা পেয়েছেন আরসাদ। তবে একই গল্প রয়েছে এই অভিনেতার জীবনেও। অভিনয়শিল্পী হওয়ার আগে একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিলেন আরসাদ। নাচ করতে গিয়েই স্ত্রী মারিয়ার সঙ্গেও পরিচয় হয় আরসাদের। বলিউডের বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র ও কিমি কাটকার অভিনীত ‘আগ সে খেলেঙ্গে’ ছবিতে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে নেচেছিলেন আরসাদ ওয়ারসি। একই ছবিতে তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে নেচেছিলেন পরিচালক সাজিদ খান।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।