ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিমান নিয়ে তাহসানের ঈদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
অভিমান নিয়ে তাহসানের ঈদ! তাহসান খান, ছবি: সংগৃহীত

‘অভিমান আমার/কখনো অন্ধকার ঘরে একা/অশ্রুসজল এ চোখে  যে প্রেম/ তা তোমার কখনো হবে না/অভিমান আমার/ কখনো বালিশে চাপা এ দীর্ঘ রাত/ধুম্রজালে এ ঠোঁট/এ ঠোঁট আর তোমার হবে না’— কথাগুলো লিখেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। 

গানটিতে সুর দিয়ে গেয়েছেনও তিনি। এই সেই গান, যার জন্য ঈদের কোনো নাটকে দেখা যায়নি তাকে।

‘অভিমান আমার’ শিরোনামের গানটি অনলাইলেন উন্মুক্ত করা হয়েছে চাঁদরাতে (১ সেপ্টেম্বর)।  

বাংলানিউজের সঙ্গে আলাপে তাহসান জানিয়েছেন,  সাধারণ ঈদের ৪-৫টি নাটকে অভিনয় করেন তিনি। এবার তা না করলেও চাঁদরাতে চমক দিয়েছেন ভক্তদের। নিজের সপ্তম একক অ্যালবামের শিরোনাম গান ও ভিডিওটি দর্শক-শ্রোতারা সুন্দরভাবে গ্রহণ করেছেন। সব মিলিয়ে ‘অভিমানী’ ঈদটি ভালোই কাটছে তাহসানের।  

‘অভিমান আমার’ সিডি চয়েসের ব্যানারে প্রকাশ করেছে জিপি মিউজিক। ইউটিউব নয়, গানটির ভিডিও উপভোগ করা যাচ্ছে গ্রামীণফোনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়স্কোপ-এ।  

প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক তৈরি করেছেন ‘অভিমান আমার’-এর ভিডিও। শিল্পী ও নির্মাতার মতে, গতানুগতিক ধারার বাইরে গিয়ে কাজটি করার চেষ্টা করেছেন তারা। অ্যালবামের প্রচারে জিপি মিউজিক অনলাইনে প্রকাশ করছে ‘তাহসান হয়ে ওঠার গল্প’ শিরোনামে পৃথক ভিডিও। এতে জানা যাচ্ছে তাহসানের গল্প, তাকে নিয়ে ভক্তদের প্রত্যাশার কথা।  

‘অভিমান আমার’-এ তাহসান কেবল ঠোঁট মিলিয়েছেন, মডেলিং করেননি। মডেলদের মধ্যে আছেন সাদিকা স্বর্ণা, স্মরণ রহমান, সালাউদ্দিন চৌধুরী, সেঁজুতি জলিল, সারাহ ফারহানা, আহমেদ গোলাম দস্তগীর শান, তাহসিন আভা ও যারিফ আহমেদ প্রমুখ।        

* ‘অভিমান আমার’ উপভোগ করতে ক্লিক করুন-

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।