ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লিয়ানা কি মিউজিক ভিডিওর নায়িকা?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
লিয়ানা কি মিউজিক ভিডিওর নায়িকা? লিয়ানা লিয়া, ছবি: রাজীন চৌধুরী

লিয়ানা লিয়ানা কি গায়কদের নায়িকা? একের পর এক গায়কদের বিপরীতে নায়িকা হিসেবে হাজির হচ্ছেন তিনি। ইমরানের ‘ধোঁয়া’ এর উৎকৃষ্ট উদাহরণ।

৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার লিয়ানা লিয়ার মিড়িয়ায় অভিষেক ফ্যাশন হাউসের ফটোশুটের মাধ্যমে। এরই মধ্যে মডেল হয়েছেন ডিবাস, রং বাংলাদেশ, মি, আলভিরাস, দেশাল, বরণসহ দেশের নামি দামি কয়েকটি ব্যান্ডের।

পাশাপাশি দুটি বিজ্ঞাপনচিত্রেও নজর কেড়েছেন লিয়া।  

লিয়ানা লিয়া, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমকুমার বিশ্বজিৎ, বেলাল খান, মিলন মাহমুদ, আরফিন রুমি, ইমরান, প্রত্যয় খান, মিলন প্রমুখ শিল্পীর গানের ভিডিওতে থাকছেন লিয়া। এর মধ্যে কিছু উন্মুক্ত হয়েছে, কিছু বাকি। এদিকে ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে লিয়া অভিনীত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বিট্রে’।  

এতো গেলো মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র আর স্বল্পদৈর্ঘ্য ছবির কথা। লিয়া ক্যারিয়ারের সবচেয়ে বড় খবরটি জানালেন অনুচ্চ স্বরে, ভাবলেশহীনভাবে। ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘রংবাজ’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তিনি।  

লিয়ানা লিয়া, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমসম্প্রতি বাংলানিউজ কার্যালয়ে এসেছিলেন লিয়া। ফটোসেশন শেষ হওয়ার পর জানালেন, ছবিতে ‘গুরুত্বপূর্ণ চরিত্র’টিতে তিনি নেই। শুরুতে শাকিব খানের নায়িকা হিসেবে উপস্থাপন করা হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছিলো তাকে। সেভাবে কাজও শুরু হয়েছিলো। কিন্তু হিসেব পাল্টে গেলো নির্মাতা শামীম আহমেদ রনি নিষিদ্ধ হওয়ার পর। নতুন পরিচালকের হাতে গেলো ছবির দায়িত্ব। এর মধ্যে কী হলো লিয়ার জানা নেই। ছবির কতোটুকু অংশে তিনি আছেন, তার পরিনতিই বা কি, কিছুই জানেন না লিয়া।

লিয়ানা লিয়া, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমবললেন, ‘পূর্ব পরিচয়ের সূত্র ধরে ছবিটিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রনি ভাই। তিনি যেভাবে গল্প সাজিয়েছিলেন, তাতে আমার পর্দা-উপস্থিতি দারুণ হওয়ার কথা ছিলো। একটি গানেও হয়তো অামাকে দেখা যেতো। কিন্তু তেমনটি হলো না। এরপরও আমি ছবিটির সাফল্য কামনা করি। আমি কাউকে দোষারোপ করছি না। বিশেষ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, এটিও কম কথা নয়!’

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন— এমন প্রশ্নের জবাবে হাসলেন লিয়া। বললেন, ‘শাকিব ভাই খুব সাহায্য করেছেন। তাকে বেশ ভদ্র মানুষ মনে হলো। আমার মনে হয়, এই মানুষটিকে নিয়ে এতো বেশি সমালোচনা করা বা তার বিরুদ্ধে লেগে থাকা ঠিক হচ্ছে না। তিনি গণমানুষের নায়ক, আমাদের সুপারস্টার, তাকে তার মতো কাজ করতে দেওয়া উচিত। ’

লিয়ানা লিয়া, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমলিয়ানা মিরপুরের মেয়ে। বাবা নেই। মা, ভাই-বোনকে নিয়ে তার বসবাস। তিনি পছন্দ করেন শাবনূরের অভিনয়, তবে পূর্ণিমার সৌন্দর্য তাকে মুগ্ধ করে। লিয়ার স্বপ্ন, একদিন বড়পর্দা জয় করবেন, সে পথে বুঝে-শুনে পা ফেলছেন, হোঁচট খাচ্ছেন, ফের উঠে দাঁড়াচ্ছেন…

* ‘ধোঁয়া’ গানের ভিডিওতে লিয়ানা লিয়া-

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।