ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিবের এ কেমন প্রচার!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
শাকিবের এ কেমন প্রচার! শাকিব খান, ছবি: সংগৃহীত

কিছুদিন আগে একটি গান প্রকাশকে কেন্দ্র করে নেতিবাচক প্রচারে নেমেছিলেন মাইলস ব্যান্ডের গায়ক শাফিন আহমেদ ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। দু’জনের মধ্যে চলতে থাকা তুমুল তর্ক-বিতর্কে শরিক হয়েছিলেন ভক্তরা। অবশেষে জানা গিয়েছিলো যে, ‘লিজেন্ড’ গানের প্রচার কৌশল হিসেবে তারা এমনটি করেছেন। 

কেউ কেউ বাহবা দিলেও অধিকাংশ মানুষই তাদের এই কৌশলকে গ্রহণ করেননি, ধরে নিয়েছেন ‘স্টান্টবাজি’ হিসেবে। গান-ভিডিও প্রকাশের পর কেউ কেউ মন্তব্য করেছেন এই বলে যে, ‘এই গানের জন্য এতো কিছু!’

সম্প্রতি নেতিবাচক প্রচারের বিষয়টি ফের অালোচনায় এলো উঠতি এক চিত্রনায়িকার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের সূত্র ধরে।

‘শাকিব যদি আমার সাথে মুভি না করে তাহলে আমি আত্মহত্যা করবো’— ব্যস, ৪ সেপ্টেম্বর এই স্ট্যাটাস দিয়ে মোবাইলফোন বন্ধ করে দিয়েছিলেন নায়িকা মিষ্টি জান্নাত। দেশের প্রথম সারির দৈনিক পত্রিকা থেকে শুরু করে অনেক গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন করা হলো। দিনের শেষে জানা গেলো এটি ছিলো শাকিব-মিষ্টির ‘প্রেমবাজ’ ছবির একটি সংলাপ!   

পরে আরেকটি স্ট্যাটাসে মিষ্টি জানান, শাকিবের সঙ্গে ‘প্রেমবাজ’ ছবি করছেন তিনি। (যদিও এরই মধ্যে এই নায়কের দুটি ছবি থেকে ছিটকে পড়েছেন মিষ্টি)। আর ছবিটি আলোচনায় নিয়ে আসতেই বিতর্কিত ওই স্ট্যাটাসটি দিয়েছিলেন। মিষ্টি আরও দাবি করেন, এটি ছবিরই একটি সংলাপ। শাকিবের পরামর্শেই নাকি এমনটি করেছেন মিষ্টি।  

মিষ্টি জান্নাত, ছবি: বাংলানিউজতীব্র সমালোচনার মুখে একইদিন আরেক স্ট্যাটাসে মিষ্টি জান্নাত শাকিবকে উদ্দেশ্য করে লিখেছেন, “কেন শাকিব ভাইয়া তুমি আমাকে এই আত্মহত্যার ব্যাপারটা নিয়ে স্ট্যাটাস নিজে বসে দেওয়ালে? (তুমি এটা স্ট্যাটাস দাও ছবি হিট হয়ে যাবে) তুমি তো এখন আমাকে সবার সামনে নেগেটিভ করে নিজেই পজিটিভ আলোচনায় আসলে! এখন চুপ কেন তুমি? আর সবাইকে বলি, এটা আমার 'প্রেমবাজ' ছবির সংলাপ ছিলো। ”

অনেকে বলাবলি করছেন, এ ধরনের চর্চা প্রচারের কাজে খুব ফল দেয় না। দিন শেষে দর্শক-শ্রোতারা ভালো কনটেন্ট চায়। তা ছাড়া ‘সুপারস্টার’ শাকিব খান এমনটি করবেন, ভাবা যায় না।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।