ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এপারের বোকাবাক্সে ওপারের পরম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
এপারের বোকাবাক্সে ওপারের পরম পরমব্রত চট্টোপাধ্যায়, ছবি: বাংলানিউজ

দেশীয় চলচ্চিত্রের দর্শকেরা ওপারের অভিনেতা পরমব্রতকে নতুন করে চিনেছেন ‘ভুবন মাঝি’ ও ‘ভয়ংকর সুন্দর’ ছবির মাধ্যমে। এবার দেশের বোকাবাক্সেও (টেলিভিশন) হাজির হচ্ছেন তিনি। বিখ্যাত চরিত্র ফেলুদা হয়ে আসছেন পরম।

উপমহাদেশের বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের গোয়েন্দা কাহিনি ফেলুদা সিরিজের প্রচার শুরু হচ্ছে দেশীয় টিভি চ্যানেলে। সিরিজটিতে ফেলুদা চরিত্রে থাকছেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

তোপসের ভূমিকায় আছেন রিদ্ধি সেন। ‘শেয়াল দেবতা রহস্য’তে দেশের অভিনয়শিল্পীদের মধ্যে আছেন তারিক আনাম খান, শারলিন ফারজানা, শাহেদ আলী প্রমুখ।

সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের কাছ থেকে ফেলুদা সিরিজের সব গল্প নিয়ে কাজ করার স্বত্ব পেয়েছে বাংলাদেশের ক্যান্ডি প্রোডাকশন ও টম ক্রিয়েশন্স। তাদের প্রযোজনায় প্রথমে তৈরি হয়েছে চারটি পর্ব— ‘শেয়াল দেবতা রহস্য’, ‘ঘুরঘুটিয়ার ঘটনা’, ‘গোলকধাম রহস্য’ ও ‘গ্যাংটকে গন্ডগোল’। পরে কাজ হবে অন্য গল্পগুলো নিয়ে।

পরমব্রত ও শার্লিন ফারজানা টিভিতে প্রচারের পর দর্শকরা ওয়েব সিরিজ হিসেবে ফেলুদাকে দেখতে পাবেন। বাংলাদেশ থেকে বায়োস্কোপ ডটকম ও অন্যান্য দেশে আড্ডা টাইমস ডটকমে ‘শেয়াল দেবতা রহস্য’ দেখা যাবে। ৯ সেপ্টেম্বর রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে প্রথম পর্ব ‘শেয়াল দেবতা রহস্য’।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।