ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রীতমের গানে হিরো আলম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
প্রীতমের গানে হিরো আলম প্রীতম হাসান ও হিরো আলম

ক্যারিয়ারের শুরু থেকেই গানের পাশাপাশি ভিডিওচিত্র নিয়েও বেশ যত্মশীল সংগীতশিল্পী প্রীতম হাসান। এর ফল পেয়েছেন ‘আসো মামা হে’, ‘বেয়াইন সাব’, ‘লোকাল বাস’ প্রভৃতি গানের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় প্রীতম এবার এমন একটি গান তৈরি করেছেন, যাতে মডেল হিসেবে থাকছেন সোশ্যাল দুনিয়ার আলোচিত-সমালোচিত নাম হিরো আলম।

গানের নাম ‘ভাইরাল ভাই’। জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর,  নায়লা নাঈম, অন্বেষা, অভিনেতা তৌসিফও থাকছেন হিরো আলমের সঙ্গে।

একটি মোবাইলফোন কোম্পানির প্রযোজনায় তৈরি হচ্ছে বড় বাজেটের এই গান-ভিডিও। ডিপজলের কল্যাণপুরের ওয়্যারহাউসে সম্প্রতি এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন শিল্পী ও মডেলরা। ‘ভাইরাল ভাই’ ভিডিওটি তৈরি করছেন তানিম রহমান অংশু।

গানটির ব্যাপারে গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।  

খোঁজ নিয়ে জানা গেছে, এটি একটি হাস্যরসাত্মক গান। তৈরি করেছেন ও গেয়েছেন প্রীতম। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ‘আলোচনায় আসা’ ব্যক্তিরাই এর উপজীব্য। এ মাসেই ‘ভাইরাল ভাই’ উন্মুক্ত করা হবে ইউটিউবে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।