ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ড্রাইভিং সেন্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
ড্রাইভিং সেন্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান! ড্রাইভিং সেন্টার উদ্বোধন করেছেন সালমান খান (ছবি: সংগৃহীত)

যে সালমান খানের বিরুদ্ধে ফুটপাথবাসীদের গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ ছিলো, তিনিই নাকি এবার ড্রাইভিং সেন্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর!

‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে ব্যস্ত সময় পার করছে বলিউডের এই সুপারস্টার। বর্তমানে ছবিটির শেষ ভাগের দৃশ্যধারণের জন্য দুবাইতে রয়েছেন সালমান।

আর সেখানেই একটি ড্রাইভিং সেন্টার উদ্বোধন করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুবাইতে বেলহাসা নামক এক ড্রাইভিং সেন্টারের উদ্বোধন করেছেন সালমান খান। সেই সঙ্গে ওই ড্রাইভিং সেন্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ড্রাইভিং সেন্টার উদ্বোধন করার খবরে সমালোচিত হচ্ছেন সালমান খান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কেউ লিখেছেন, তাহলে কি সালমান এবার শেখাবেন কি করে গাড়ি নিয়ে ফুটপাতে উঠে পড়তে হয়! নাকি কিভাবে সিটে না বসেও গাড়ি চালানো যায়! আবার কেউ লিখেছেন, যে নিজেই গাড়ি চালাত গিয়ে লোকের প্রাণ নিয়ে নেয়, তাকে কি করে ড্রাইভিং সেন্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানালেন কতৃর্পক্ষ?

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।