ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জিতের সঙ্গে ফারিয়ার জন্মদিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
জিতের সঙ্গে ফারিয়ার জন্মদিন জিৎ ও নুসরাত ফারিয়া (ছবি: সংগৃহীত)

ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। এপারের নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে আবার অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘ইন্সপেক্টর নটি কে’। ছবিটির দৃশ্যধারণ চলছে ইতালিতে। সেখানে নায়িকা ফারিয়ার জন্মদিন (৯ সেপ্টেম্বর) উদযাপন করছেন জিৎ ও ছবিটির সংশ্লিষ্টরা। 

দেশের বাইরে শুটিং ইউনিটের সঙ্গে জন্মদিন পালন নিশ্চয়ই কম আনন্দের নয়! মধ্যরাতে কেক কাটার মূহুর্তটি স্মরণীয় করে রাখতে ফেসবুকে লাইভে এসেছিলেন ফারিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন জিৎ, অভিনেত্রী চম্পাসহ আরও অনেকেই।

 

‘বাদশা’, ‘বস টু’-এর পর এবার ‘ইন্সপেক্টর নটি কে’তে জুটি বেঁধেছেন জিৎ-ফারিয়া। এবারের পরিচালক অশোক পতি। ইতালির বিভিন্ন জায়গায় হচ্ছে ছবিটির শুটিং। এ ছাড়া রোমেও কাজ হওয়ার কথা। পুজোয় নয়, দিওয়ালিতে মুক্তি পাবে ফারিয়া-জিতের এই ছবি।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।