ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘একটি সিনেমার গল্প’র মহরত

এফডিসি আবার সরগরম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
এফডিসি আবার সরগরম ‘একটি সিনেমার গল্প’র মহরত (ছবি: রাজীন চৌধুরী)

চলচ্চিত্রের মানুষদের প্রাণকেন্দ্র এফডিসি তথা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। বিভিন্ন ইস্যুতে কয়েক মাস ধরে থমথমে পরিবেশ বিরাজ করছিলো এখানে। 

এরই মধ্যে একে অন্যের সঙ্গে পূর্ব-বিরোধ মিটিয়ে নিয়েছেন চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতারা। ঈদুল আযহার ছুটি কাটিয়ে সবাই এখন ব্যস্ত কাজ নিয়ে।

এফডিসি ফের চেনা পরিবেশে ফিরেছে, এর প্রমাণ পাওয়া গেলো শনিবার (৯ আগস্ট) দুপুরে।  

জনপ্রিয় অভিনেতা আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’-এর মহরত ও শুটিং ঘিরে এফডিসির চার নম্বর ফ্লোরে তারকাদের মিলনমেলা বসেছিলো। আলমগীরকে শুভকামনা জানাতে এসেছিলেন তারই স্ত্রী কিংবদন্তি শিল্পী রুনা লায়লা, অভিনেতা হাসান ইমাম, শিল্পী আঁখি আলমগীর। এতে উপস্থিত ছিলেন ছবিটির অভিনয়শিল্পী ভারতীয় অভিনেত্রী ঋতুপর্না সেন, আরিফিন শুভ, সাবেরি আলম প্রমুখ।  

নিজের ছবি নিয়ে আলমগীর বলেন, ‘এ ছবির মাধ্যমে এদেশের দর্শকদের সঙ্গে অনেক দিনের গ্যাপটা আবার পূরণ হবে বলে আশা করছি। ’ 

রুনা লায়লা বলেেছন, ‘এই চলচ্চিত্রের মধ্য দিয়ে সুরকার হিসেবে আমার অভিষেক হলো। সব মিলিয়ে সুন্দর গল্পের একটি সিনেমা হবে আশা করি। '

সৈয়দ হাসান ইমাম বলেন, গ‌আলমগীর নির্দেশক হিসেবে পরীক্ষিত একজন। আশা করছি এটি অতীতের চেয়েও অনেক বেশি ভালো মানের একটি সিনেমা হবে'।

দীর্ঘদিন পর চলচ্চিত্র পরিচালনায় নাম লিখিয়েছেন আলমগীর। এর আগে পাঁচটি ছবি নির্মাণ করেন তিনি। এগুলো হলো—‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আশীর্বাদ’। সর্বশেষ ছবিটি তৈরি করেছিলেন কলকাতায়।

আলমগীর ও ঋতুপর্ণা, ছবি: বাংলানিউজএদিকে ‘একটি সিনেমার গল্প’তে পূর্ণিমা অভিনয় করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছিলো। পরে এই নায়িকা সরে দাঁড়ান। একইভাবে শোনা গিয়েছিলো প্রসেনজিতের নামও। দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে শুটিং ফ্লোরে গড়ালো ‘একটি সিনেমার গল্প’।  

আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। এফডিসিতে টানা ১৫ দিন শুটিং হবে।  

২১ মার্চ এসআই টুটুলের স্টুডিওতে ‘একটি সিনেমার গল্প’র একটি গানের রেকর্ডিং করা হয়। এতে কণ্ঠ দিয়েছেন আলমগীরের মেয়ে আঁখি আলমগীর।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।