ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সায়না বনাম সায়না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
সায়না বনাম সায়না সায়না নেহওয়াল ও পুলেলা গোপিচান্দের সঙ্গে শ্রদ্ধা কাপুর (ছবি: সংগৃহীত)

ব্যাডমিন্টনে নারী এককের বিশ্বের এক নম্বর খেলোয়াড় সায়না নেহওয়ালের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ‘সায়না’। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে, এপ্রিলে এমনটাই ঘোষণা দেওয়া হয়েছিলো।

ইতিমধ্যে ছবিতে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে প্রশিক্ষণ নেওয়া শুরু করে দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। সায়না নেহওয়াল ও ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচ পুলেলা গোপিচান্দের কাছ থেকেই প্রশিক্ষণ নিচ্ছেন ‘আশিকি টু’খ্যাত এই তারকা।

   

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শ্রদ্ধাকে প্রশিক্ষণ দেওয়ার কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন সায়না। এর ক্যাপশনে তিনি লিখেছেন, `আজকের ব্যাডমিন্টন প্রশিক্ষণে গোপিচান্দ স্যার, শ্রদ্ধা ও আমি’।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।