ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুবর্ণজয়ন্তীতে অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
সুবর্ণজয়ন্তীতে অক্ষয় অক্ষয় কুমার (ছবি: সংগৃহীত)

বলিউডের প্রথম সারির অভিনেতাদের অন্যতম অক্ষয় কুমার। দেখতে দেখতে জীবনের ৫০ বছর কাটিয়ে দিলেন বলিউডের এই সুপারস্টার। ৯ সেপ্টেম্বর ৫০তম জন্মদিনে পা দিয়েছেন তিনি।

১৯৬৭ সালের ৯ সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে জন্ম নেন অক্ষয় কুমার। বলিউডের এই সুপারস্টারের আসল নাম রাজিব হরি ওম ভাটিয়া।

দিল্লির চান্দি চকে বেড়ে ওঠা। সেখান থেকে স্বপরিবারে মুম্বাইয়ের কলিওয়াড়ে চলে আসেন তিনি। পড়াশুনা করেছেন মুম্বাইয়ের ডন বসকো স্কুল ও গুরু নানক খালসা কলেজে।

অক্ষয় কুমার (ছবি: সংগৃহীত)ভারতে তায়কোয়ান্দোরে (মার্শাল আর্ট ও দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা) ব্ল্যাক বেল্ট ঘরে তোলার পর মার্শাল আর্ট শেখার জন্য ব্যাংকক চলে যান। পরে থাইল্যান্ড গিয়ে মুই থাই শিখার পর রেস্টুরেন্টের ওয়েটার এর কাজ করেন ‘খিলাড়ি’খ্যাত এই তারকা। বাংলাদেশের একটি হোটেলেও কিছুদিন ওয়েটারের কাজ করেছিলেন তিনি। পরে মুম্বাই ফিরে মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া শুরু করেন।

নব্বই দশকে অ্যাকশনখ্যাত তারকা হিসেবে বেশ পরিচিত ছিলেন বলিউডের অক্ষয়। অভিনয় করেছেন ‘মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনারি’, ‘আঙ্গারি’, ‘সংঘর্ষ’, ‘জানওয়ার’-এর মতো অ্যাকশন ধাঁচের ছবিতে। ২০০২ সালে ঘরে তুলেছেন শ্রেষ্ঠ খলনায়ক পুরস্কার।

শুধু অ্যাকশন নয়, ‘ধাড়কান’, ‘আন্দাজ’, ‘নামাস্তে লন্ডন’, ‘ওয়াক্ত’, ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘গরম মসলা’, ‘সিং ইজ ব্লিং’, ‘হাউজফুল টু’, ‘ওএমজি’, ‘হলিডে’, ‘রুস্তম’ ও ‘টয়লেট এক প্রেম কথা’র মতো প্রেম ও কমেডি ভরপুর ছবিগুলোতেও দেখা গেছে তাকে।

অক্ষয় কুমার (ছবি: সংগৃহীত)নিজের জন্মদিন উপলক্ষে বলিউডের এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘২ কোটি ৬২ লাখ ৮০ হাজার মিনিট, ৪ লাখ ৩৮ হাজার ঘণ্টা, ১৮ হাজার ২৫০ দিন, ২ হাজার ৬০৭ সপ্তাহ, ৬০০ মাস, ৫ দশক। ’

সুবর্ণজয়ন্তীতে ভক্তদের জন্য নিজের নতুন ছবি ‘গোল্ড’-এর প্রথম পোস্টার শেয়ার করে ‘খিলাড়ি’খ্যাত তারকা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতিটি মেঘে থাকে রূপালি আবরণ। কিন্তু আপনাদের ভালোবাসায় আমার মেঘগুলো হয়ে আছে সোনা! আমার বয়স সুবর্ণজয়ন্তীতে এসে দাঁড়িয়েছে, এই ছবির নামেও আছে সেই বার্তা!’

তিনি আরও লিখেছেন, “এবারের জন্মদিন আমাকে পুনরুজ্জীবিত করেছে। ৫০তম জন্মদিনে পৌঁছে আমি উচ্ছ্বসিত। এখন সময় আরও বড় ও ভালো কিছু করার। ‘গোল্ড’-এর পোস্টার উন্মোচন করতে পেরে আমি খুশি। এটি আমার কাছে বিশেষ একটি কাজ। ”

অক্ষয় কুমার (ছবি: সংগৃহীত)‘গোল্ড’-এ অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় মুখ মৌণি রয়কে। ২০১৮ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।